➲#আজকের_প্রথম_আলো_পত্রিকা_অবলম্বনে
২৫ সেপ্টেম্বর ২০১৭
সোমবার
➲ ভারতে বাংলাদেশি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়?
= পাট ও পাটজাতপণ্য
➲ বাংলাদেশি পাটপণ্যের দ্বিতীয় বড় বাজার?
= ভারত
➲ ভারতে পাটসুতা, চট ও বস্তা রপ্তানিতে আয়ঃ
অর্থবছর --- রপ্তানি
২০১৪-১৫ --- ৮.৮১ কোটি ডলার
২০১৫-১৬ --- ১৪.৪১ কোটি ডলার
২০১৬-১৭ --- ৮.৫ কোটি ডলার
সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
➲ বাংলাদেশে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ জিডিপির?
= ২ দশমিক ৮ শতাংশ
➲ "শক্তিশালী গণমাধ্যম ও গণতন্ত্র কোনো দেশে থাকলে সেখানে দুর্ভিক্ষ হতে পারে না।"
= অর্থনীতিবিদ অমর্ত্য সেন
➲ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্ম বার্ষিকী?
= ৭০তম
➲ নবগঠিত কর্ণফুলী উপজেলা কোন জেলার অন্তর্গত?
= চট্টগ্রাম
➲ কর্ণফুলী উপজেলা বাংলাদেশের___
= ৪৯০নং উপজেলা
➲ "সুগন্ধা" কী___?
= রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম
➲ মৌচাক-মালিবাগ (চার লেনের, ৯কি.মি. দৈর্ঘ্য) উড়ালসড়কটি যান চলাচলের সম্ভব্য তারিখ?
= ১৫ অক্টোরব নির্ধারণ করা হয়েছে।
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থায়ন করেছে?
= ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দিয়েছে___
= ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা
➲ ১০ কিলোমিটার দৈর্ঘ্যে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক (গুলিস্তান-যাত্রাবাড়ী)?
= ১ম স্থানে (২য় স্থানে রয়েছে মৌচাক-মালিবাগ উড়াল সড়ক, ৯কি.মি.)
➲ বাংলাদেশে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিবে? = তুরস্ক
➲ ডায়াবেটিসের প্রতিষেধক?
ডুমুর।
➲ গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে?
= কলমি শাক
➲ শরীরের ক্ষত সারাতে কাজ করে?
= মালঞ্চশাক
➲ চতুর্থ বারের মত জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন?
= অ্যাঙ্গেলা ম্যার্কেল (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক)
➲ জার্মানির এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা?
= প্রায় ৬ কোটি ১০ লাখ
➲ জার্মানির সাধারণ নির্বাচনে ভোটাররা প্রত্যেকে ভোট দেয়?
= ২টি করে ( ১টি ভোটপ্রার্থীকে, অপরটি দলকে)
➲ সীমান্তের শূন্যরেখা বলতে বুঝায়?
= উভয় দেশের ভূখণ্ড থেকে ৫০০ গজ করে সংরক্ষিত রাখা ভূমি।
➲ বিশ্বের সবচেয়ে উচুঁ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে?
= ভারতের আসামে (১০১ ফুট)
➲ বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ত্রাণ পাঠাল?
= ইউনিসেফ (১০০ টন ত্রাণ এর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্লাস্টিকের তারপুলিন, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে)
➲ ইউনিসেফ এর পরবর্তী ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে, এতে রয়েছে__
= শিশুদের জন্য স্কুলব্যাগ, তাঁবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার
➲ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার?
= ফিলিপ্পো গ্র্যান্ডি
২৫ সেপ্টেম্বর ২০১৭
সোমবার
➲ ভারতে বাংলাদেশি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়?
= পাট ও পাটজাতপণ্য
➲ বাংলাদেশি পাটপণ্যের দ্বিতীয় বড় বাজার?
= ভারত
➲ ভারতে পাটসুতা, চট ও বস্তা রপ্তানিতে আয়ঃ
অর্থবছর --- রপ্তানি
২০১৪-১৫ --- ৮.৮১ কোটি ডলার
২০১৫-১৬ --- ১৪.৪১ কোটি ডলার
২০১৬-১৭ --- ৮.৫ কোটি ডলার
সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
➲ বাংলাদেশে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ জিডিপির?
= ২ দশমিক ৮ শতাংশ
➲ "শক্তিশালী গণমাধ্যম ও গণতন্ত্র কোনো দেশে থাকলে সেখানে দুর্ভিক্ষ হতে পারে না।"
= অর্থনীতিবিদ অমর্ত্য সেন
➲ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্ম বার্ষিকী?
= ৭০তম
➲ নবগঠিত কর্ণফুলী উপজেলা কোন জেলার অন্তর্গত?
= চট্টগ্রাম
➲ কর্ণফুলী উপজেলা বাংলাদেশের___
= ৪৯০নং উপজেলা
➲ "সুগন্ধা" কী___?
= রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম
➲ মৌচাক-মালিবাগ (চার লেনের, ৯কি.মি. দৈর্ঘ্য) উড়ালসড়কটি যান চলাচলের সম্ভব্য তারিখ?
= ১৫ অক্টোরব নির্ধারণ করা হয়েছে।
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থায়ন করেছে?
= ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দিয়েছে___
= ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা
➲ ১০ কিলোমিটার দৈর্ঘ্যে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক (গুলিস্তান-যাত্রাবাড়ী)?
= ১ম স্থানে (২য় স্থানে রয়েছে মৌচাক-মালিবাগ উড়াল সড়ক, ৯কি.মি.)
➲ বাংলাদেশে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিবে? = তুরস্ক
➲ ডায়াবেটিসের প্রতিষেধক?
ডুমুর।
➲ গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে?
= কলমি শাক
➲ শরীরের ক্ষত সারাতে কাজ করে?
= মালঞ্চশাক
➲ চতুর্থ বারের মত জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন?
= অ্যাঙ্গেলা ম্যার্কেল (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক)
➲ জার্মানির এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা?
= প্রায় ৬ কোটি ১০ লাখ
➲ জার্মানির সাধারণ নির্বাচনে ভোটাররা প্রত্যেকে ভোট দেয়?
= ২টি করে ( ১টি ভোটপ্রার্থীকে, অপরটি দলকে)
➲ সীমান্তের শূন্যরেখা বলতে বুঝায়?
= উভয় দেশের ভূখণ্ড থেকে ৫০০ গজ করে সংরক্ষিত রাখা ভূমি।
➲ বিশ্বের সবচেয়ে উচুঁ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে?
= ভারতের আসামে (১০১ ফুট)
➲ বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ত্রাণ পাঠাল?
= ইউনিসেফ (১০০ টন ত্রাণ এর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্লাস্টিকের তারপুলিন, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে)
➲ ইউনিসেফ এর পরবর্তী ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে, এতে রয়েছে__
= শিশুদের জন্য স্কুলব্যাগ, তাঁবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার
➲ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার?
= ফিলিপ্পো গ্র্যান্ডি
No comments:
Post a Comment