eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, September 26, 2017

"শক্তিশালী গণমাধ্যম ও গণতন্ত্র কোনো দেশে থাকলে সেখানে দুর্ভিক্ষ হতে পারে না।"

➲#আজকের_প্রথম_আলো_পত্রিকা_অবলম্বনে
২৫ সেপ্টেম্বর ২০১৭
সোমবার
➲ ভারতে বাংলাদেশি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়?
= পাট ও পাটজাতপণ্য
➲ বাংলাদেশি পাটপণ্যের দ্বিতীয় বড় বাজার?
= ভারত
➲ ভারতে পাটসুতা, চট ও বস্তা রপ্তানিতে আয়ঃ
অর্থবছর --- রপ্তানি
২০১৪-১৫ --- ৮.৮১ কোটি ডলার
২০১৫-১৬ --- ১৪.৪১ কোটি ডলার
২০১৬-১৭ --- ৮.৫ কোটি ডলার
সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
➲ বাংলাদেশে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ জিডিপির?
= ২ দশমিক ৮ শতাংশ
➲ "শক্তিশালী গণমাধ্যম ও গণতন্ত্র কোনো দেশে থাকলে সেখানে দুর্ভিক্ষ হতে পারে না।"
= অর্থনীতিবিদ অমর্ত্য সেন
➲ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্ম বার্ষিকী?
= ৭০তম
➲ নবগঠিত কর্ণফুলী উপজেলা কোন জেলার অন্তর্গত?
= চট্টগ্রাম
➲ কর্ণফুলী উপজেলা বাংলাদেশের___
= ৪৯০নং উপজেলা
➲ "সুগন্ধা" কী___?
= রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম
➲ মৌচাক-মালিবাগ (চার লেনের, ৯কি.মি. দৈর্ঘ্য) উড়ালসড়কটি যান চলাচলের সম্ভব্য তারিখ?
= ১৫ অক্টোরব নির্ধারণ করা হয়েছে।
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থায়ন করেছে?
= ৪৪২ কোটি ৭৩ লাখ টাকা
➲ মৌচাক-মালিবাগ উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়নে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি) দিয়েছে___
= ৭৭৬ কোটি ১৬ লাখ টাকা
➲ ১০ কিলোমিটার দৈর্ঘ্যে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক (গুলিস্তান-যাত্রাবাড়ী)?
= ১ম স্থানে (২য় স্থানে রয়েছে মৌচাক-মালিবাগ উড়াল সড়ক, ৯কি.মি.)
➲ বাংলাদেশে শরণার্থী হয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিবে? = তুরস্ক
➲ ডায়াবেটিসের প্রতিষেধক?
ডুমুর।
➲ গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে?
= কলমি শাক
➲ শরীরের ক্ষত সারাতে কাজ করে?
= মালঞ্চশাক
➲ চতুর্থ বারের মত জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন?
= অ্যাঙ্গেলা ম্যার্কেল (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক)
➲ জার্মানির এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা?
= প্রায় ৬ কোটি ১০ লাখ
➲ জার্মানির সাধারণ নির্বাচনে ভোটাররা প্রত্যেকে ভোট দেয়?
= ২টি করে ( ১টি ভোটপ্রার্থীকে, অপরটি দলকে)
➲ সীমান্তের শূন্যরেখা বলতে বুঝায়?
= উভয় দেশের ভূখণ্ড থেকে ৫০০ গজ করে সংরক্ষিত রাখা ভূমি।
➲ বিশ্বের সবচেয়ে উচুঁ দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে?
= ভারতের আসামে (১০১ ফুট)
➲ বাংলাদেশে আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ত্রাণ পাঠাল?
= ইউনিসেফ (১০০ টন ত্রাণ এর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্লাস্টিকের তারপুলিন, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে)
➲ ইউনিসেফ এর পরবর্তী ত্রাণবাহী চালানটিও বাংলাদেশে আসার পথে রয়েছে, এতে রয়েছে__
= শিশুদের জন্য স্কুলব্যাগ, তাঁবু, শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের বিভিন্ন উপকরণ, ফ্যামিলি হাইজিন কিটস, তারপুলিন ও পুষ্টিকর খাবার
➲ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার?
= ফিলিপ্পো গ্র্যান্ডি

No comments:

Post a Comment