↓
► ৬ বছর বয়সে— “মা” সবই জানে !
► ৮ বছর বয়সে— “মা” অনেক কিছুই জানে !
► ১২ বছর বয়সে— “মা” আসলে সব জানে না !
► ১৪ বছর বয়সে— “মা” কিছুই জানে না !
► ১৬ বছর বয়সে— “মা”, ধুর !!!!
► ১৮ বছর বয়সে— “মা” ব্যাকডেটেড !!
► ২৫ বছর বয়সে— “মা” বোধহয় ভালই জানে !
► ৩৫ বছর বয়সে— ডিসিশন নেওয়ার আগে ”মা” কে জিজ্ঞেস করি !
► ৪৫ বছর বয়সে— “মা” কেমন করে এতো দূর পর্যন্ত চিন্তা করতে পারে !!!
► ৬৫ বছর বয়সে— আজ “মা” থাকলে জিজ্ঞেস করলেই সমাধান দিয়ে দিত !!!
*একজন মা শিক্ষিত নাও হতে পারেন, কিন্তুু তাঁর ছেলের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে উচিৎ পরামর্শ গুলো তুলনাহীন।
* আসুন আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তন করি, মাকে ভালবাসি।
সংগৃহিত
No comments:
Post a Comment