বন্যা বিধ্বস্ত ঘাটাল দাসপুরের বিভিন্ন এলাকাতে বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। বন্যার পর থেকে বহু লোক সাপের কামড়ে আক্রান্তও হয়েছেন। সাপ নিয়ে তাই রীতিমতো আতঙ্কিত দাসপুর এলাকার মানুষ। আর এই আতঙ্কের মাঝেই এক বিষধর সাপকে মনসা মন্দিরে রেখে পুজো করা শুরু করেছেন গ্রামের মানুষ।
সম্প্রতি গ্রামের মনসা মন্দিরের সামনে একটি বিষধর সাপ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ওই মন্দিরেই আগামী আশ্বিন সংক্রান্তিতে পুজো। তার আগে মন্দিরে সাপেরআগমন দেখে দেখতে এলাকার মানুষ আনন্দে মেতে ওঠেন।
মনসা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা রিনা দাস বলেন, ‘‘শুক্রবার রাত দেড়টার সময়ে আমার জা দীপা দাস ওই সাপটিকে মনসা মন্দিরের পাশে গাছের সামনে দেখতে পান। তার পরেই এলাকার লোককে খবর দেওয়া হয়। পরে দেখা যায় সাপটি মনসা মন্দিরে। তাই মনসার জ্যান্ত বাহনকে আমরা পুজো শুরু করেছি। ’’
যেমন করে মনসাদেবীর পুজো করা হয়ে থাকে, সেই ভাবেই সাপটিকে দূর থেকে সিঁদুর মাখিয়ে পুজো করা হচ্ছে বলে জানান গ্রামের মানুষ। তাঁদের দাবি, সাপটি দুধও খাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই দু’দিন ধরে ওই সাপটি দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় করছেন ওই মন্দিরে।
রিনাদেবীর কথায়, ‘‘আমরা খুব ভাগ্যবান বলেই পুজোর আগে সাপটির দর্শন পেলাম। সাপটিকে মনসাদেবীই পাঠিয়েছেন। ’’ অন্যদিকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ঘাটাল শাখার সম্পাদক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাপ এমনিতেই যে কোনও কারণেই এখানে-সেখানে দেখা যেতে পারে। কিন্তু মনসাদেবী পাঠিয়েছে—এই দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়। ’’
No comments:
Post a Comment