(প্রিয়.কম) ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন বলিউডে তেমন নিয়মিত নন। তামিল কিংবা তেলেগু ছবিতেই অভিনয় করেন তিনি। মডেলিংয়ের মাধ্যমে রুপালি জগতে আসা এই নায়িকা সম্প্রতি অন্তর্বাস ফটোশুটে অংশ নিয়েছেন। সেই ছবিগুলো নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অ্যামি জ্যাকসন। ছবি: সংগৃহীত।
সম্প্রতি তার পোস্ট করা খোলামেলা ছবি সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। কিছুদিন ধরেই অনেকেই নিজেকে লাইমলাইটে আনার জন্য আবেদনময়ী ছবি পোস্ট করছেন। এর আগে এষা গুপ্তাকে এমন খোলামেলা ফটোশুটে অংশ নিতে দেখা যায়। তালিকা থেকে বাদ যাননি অ্যামিও। হট লুকে তার কোমর এবং বুকের বেশ কিছু অংশের ছবি তিনি আপলোড করেছেন ইন্সটাগ্রামে। আর সেই ছবিই এখন ভাইরাল।
ছবিটি লোড করতে ক্লিক করুন
অ্যামি জ্যাকসন। ছবি: সংগৃহীত।
২০১৫ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে দেখা যায় তাকে। গতবছর ২০১৬ সালে ‘ফ্রিকি আলি’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে অভিনয় করেছিলেন। সামনেই আসছে তার বড় বাজেটের সিনেমা ‘রোবট ২.০’। এতে তাকে দেখা যাবে রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে। ছবিটি ২০১০ সালে নির্মিত ‘রোবট’ সিনেমার সিক্যুয়েল।
সূত্র: ইন্ডিয়া.কম
প্রিয় বিনোদন/গোরা
No comments:
Post a Comment