eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, October 7, 2017

ইউটিউবার দের জন্য সূ-খবর এবং ইউটিউবার দের জন্য দুঃখবর। (দেখে নিন আপনার ভাগ্যে কি আছে।)


বন্ধুরা,যারা ইউটিউবার তাদের আশাকরি টিউনটি অনেক কাজে আসবে। কিছুদিন আগে ইউটিউবার সবার রেভেনিউ হঠাৎ করে কমে গেছে। নিউ চ্যানেল গুলার তো আরো খারাপ অবস্থা ৮৫% পর্যন্ত রেভেনিউ কমে গিয়ে এখন তো অ্যাডই শো করেনা। এর কারণ হলো ২৫০ টি বড় বড় অ্যাড কোম্পানি যারা ইউটিউবে অ্যাড দিতো তারা কিছু কারণে ইউটিউবকে বয়কাট করে অ্যাড দেয়া বন্ধ করে দিসে। মেইন কারণ হলো ইউটিউব মানসম্মত ভিডিও তে অ্যাড দেয়া ছাড়াও বিভিন্ন অ্যাডাল্ট, কপিরাইট, হেরেজমেন্ট ও অপরাধমূলক কন্টেন্ট এর ভিডিওতে ও তাদের অ্যাড শো করাতো। এই কারণে তারা ইউটিউব থেকে অ্যাড উঠিয়ে নিয়ে ইউটিউবকে তাদের এলগোরিদম ও যথাযত স্টেপ নিতে বলছে। এতে ইউটিউব এর অনেক লস হয় তাই ইউটিউব আমাদের রেভেনিউ কমিয়ে লস এডজাষ্ট করার ট্রাই করে। লাস্ট ৬ তারিখে ইউটিউব এ আপডেট আসে যা 2007 সালের পর থেকে সবচেয়ে বিগ আপডেট।
ইউটিউব এই আপডেটটি ইউটিউবার দের জন্য অনেক ভালো একটি আপডেট যারা ইউটিউব এ ক্যারিয়ার করতে চান কিন্তু স্প্যামার দের জন্য হতাশার কারণ। এই আপডেট এ স্প্যামারদের দিন শেষ। নতুন চ্যানেল এ মনিটাইজেশন পেতে হলে ১০ হাজার ভিউ লাগবে লাইফটাইম। তারপর তারা চ্যানেল রিভিউ করে দেখবে তাদের পলিসি অনুসারে চ্যানেলটি কিনা।তার পর সব ঠিক থাকলে মনিটাইজেশন অপ্প্রভ দিবে। সো ভিডিও বানানোর আগে ওদের সাইট থেকে পলিসিগুলা দেখে নিন। অথবা নিচের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।

No comments:

Post a Comment