আজ গুগল ব্যাবহারকারীদের জন্য কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কস শেয়ার করছি।
আমরা প্রায় সকলেই গুগল কে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িরে ফেলেছি , যার যেমন প্রয়োজন পড়ে সেই অনুপাতে , যেমন গুগল এর ইমেইল, গুগল ডকুমেন্ট, গুগল ম্যাপস আরও কতো কি! কিন্তু কাজের সময়ই দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে না পেয়ে বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে।
এবার আসুন দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ লিঙ্ক আজ শেয়ার করলাম এবং কি কাজই বা আমরা এর মাধ্যমে করতে পারি।
এবার আসুন দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ লিঙ্ক আজ শেয়ার করলাম এবং কি কাজই বা আমরা এর মাধ্যমে করতে পারি।
এই লিঙ্কটির মাধ্যমে আপনি জানতে পারবেন গুগল আপনাকে ঠিক কি চোখে দেখে! অর্থাৎ গুগল এর চোখে আপনার চাহিদা কেমন! আপনি গুগল ব্যাবহার করে কি পেতে চাইছেন ,আপনার বয়স , আপনি স্ত্রী কিংবা পুরুষ ইত্যাদি ইত্যাদি। মোটকথা জানুন ইতিমধ্যে গুগল আপনাকে কতটা চিনতে বা জানতে পেরেছে।
আপনি যদি চান গুগল এর সিস্টেম এ থাকা আপনার সমস্ত তথ্য( ইমেইল মেসেজ , এমন কি Utube ভিডিও পর্যন্ত ) একেবারে উদ্ধার করবেন, তাহলে আপনার জন্য এই লিঙ্কটির বিকল্প হতেই পারে না।
গুগল এর কপিরাইট সম্পর্কিত যে কোন ইস্যুকে রিপোর্ট করবার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করতে পারেন ।
জানতে চান গুগল এর সার্চ বক্সএ, এ যাবত আপনি কি কি বিষয় সম্পর্কে সার্চ করেছেন , জানতে হলে এই লিঙ্কটি থেকে ঘুরে আসতে পারেন ।
গুগল ব্যাবহারকারী হিসাবে আপনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত ? আপনার অবর্তমানে কে বা কারা আপনার অ্যাকাউন্ট ব্যাবহার করছে তা জানতে ক্লিক করুন ।
তবে একটা কথা বলি এই লিঙ্কগুলিতে ক্লিক করবার আগে আপনার গুগল অ্যাকাউন্ট এ লগিন করতে ভুলবেন না কিন্তু ।
No comments:
Post a Comment