eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Wednesday, October 4, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়তে কোন এসিড থাকে?
= কার্বনিক এসিড
২। মৌমাছি সহ অন্যান্য পোকা কামড়ালে কোনটি ব্যবহার করা যেতে পারে?
= মধু/ চুন
৩।বর্ষাকালে কলার গাছ পানির সংস্পর্শে এলে মারা যাওয়ার কারণ কী?
= প্রশমন বিক্রিয়া ( কলা গাছ ক্ষার , পানি এসিড)
৪। বাজারে প্রচলিত এ্যান্টাসিড জাতীয় ঔষধে থাকে?
= এ্যালুমিনিয়াম / ম্যাগনেসিয়ামের হাইড্রাঅক্সাইড
৫।একটি ধাতুর ওপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে ?
= গ্যালভানাইজিং । নোট: টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং , তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর ওপর প্রলেপ দেওয়াকে বলে ইলেকট্রোপ্লেটিং
৬। ফটোক্যামিক্যাল ধোঁয়া সৃষ্টিতে দায়ী কোনগুলো?
= সালফার ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, নাইট্রাস অক্সাইড
৭। কোনগুলো ওজোনস্তরের মারাত্ম ক্ষতি সাধন করে?
= ফটোক্যামিক্যাল ধোঁয়ার উপাদান ও সিএফসি
৮। সূর্যের আলোর উপস্থিত অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাঁধা দেয় কে?
= ওজনস্তর
৯।Bio Fuel বা জৈব জ্বালানি বলা হয় কোনটিকে?
= ইথানলকে
১০।গ্যালভানিক কোষ ও ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
= কপার ধাতুর তড়িৎদ্বার। আর অ্যানোড হিসেবে জিংক
১১।সাধারণত টর্চলাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, বাচ্চাদের খেলনা চালাতে ব্যবহৃত ড্রাই সেলের তড়িৎ বিভব কত?
= ১.৫ ভোল্ট
১২।জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী বা কারসিনোজেনিক পদার্থ কোন গুলো?
= সিসা, কোবাল্ট , জিংক
১৩।ডায়াবেটিক রোগীর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে যে সেন্সর ব্যবহৃত হয় তা কী নির্ভর?
= তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর
১৪।সমুদ্রের পানির অন্য নাম কী?
= ব্রাইন
১৫।বর্তমান সময়ের ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কোনটি?
= হাইড্রোজেন গ্যাস

No comments:

Post a Comment