১। বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়তে কোন এসিড থাকে?
= কার্বনিক এসিড
২। মৌমাছি সহ অন্যান্য পোকা কামড়ালে কোনটি ব্যবহার করা যেতে পারে?
= মধু/ চুন
৩।বর্ষাকালে কলার গাছ পানির সংস্পর্শে এলে মারা যাওয়ার কারণ কী?
= প্রশমন বিক্রিয়া ( কলা গাছ ক্ষার , পানি এসিড)
৪। বাজারে প্রচলিত এ্যান্টাসিড জাতীয় ঔষধে থাকে?
= এ্যালুমিনিয়াম / ম্যাগনেসিয়ামের হাইড্রাঅক্সাইড
৫।একটি ধাতুর ওপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে ?
= গ্যালভানাইজিং । নোট: টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং , তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর ওপর প্রলেপ দেওয়াকে বলে ইলেকট্রোপ্লেটিং
৬। ফটোক্যামিক্যাল ধোঁয়া সৃষ্টিতে দায়ী কোনগুলো?
= সালফার ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড, নাইট্রাস অক্সাইড
৭। কোনগুলো ওজোনস্তরের মারাত্ম ক্ষতি সাধন করে?
= ফটোক্যামিক্যাল ধোঁয়ার উপাদান ও সিএফসি
৮। সূর্যের আলোর উপস্থিত অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে বাঁধা দেয় কে?
= ওজনস্তর
৯।Bio Fuel বা জৈব জ্বালানি বলা হয় কোনটিকে?
= ইথানলকে
১০।গ্যালভানিক কোষ ও ড্যানিয়েল কোষে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
= কপার ধাতুর তড়িৎদ্বার। আর অ্যানোড হিসেবে জিংক
১১।সাধারণত টর্চলাইট জ্বালাতে, রেডিও বাজাতে, টিভির রিমোট চালাতে, বাচ্চাদের খেলনা চালাতে ব্যবহৃত ড্রাই সেলের তড়িৎ বিভব কত?
= ১.৫ ভোল্ট
১২।জীবদেহে ক্যান্সার সৃষ্টিকারী বা কারসিনোজেনিক পদার্থ কোন গুলো?
= সিসা, কোবাল্ট , জিংক
১৩।ডায়াবেটিক রোগীর রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ণয়ে যে সেন্সর ব্যবহৃত হয় তা কী নির্ভর?
= তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর
১৪।সমুদ্রের পানির অন্য নাম কী?
= ব্রাইন
১৫।বর্তমান সময়ের ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি কোনটি?
= হাইড্রোজেন গ্যাস
Wednesday, October 4, 2017
৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
Tags
# General Science
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
General Science
Labels:
General Science
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment