[জ্যামিতির জনক "ইউক্লিড"]
[খ্রিস্টপূর্ব 325 - 265]
অবস্থানভেদে কোণ তের ধরনের হয়:-
●#বিপ্রতীপ_কোণ:-
দুটি কোণের একই শীর্ষবিন্দু হলে একটি কোণের বাহুদ্বয় অপর বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হলে, কোণ দুটিকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলে।
● #সন্নিহিত_কোণ:-
দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়।
● #একান্তর_কোণ:-
দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদের বিপরীত পাশে সমান্তরাল যে রেখা-কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে।
● #অনুরূপ_কোণ:-
দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে বলে অনুরূপ কোণ।
● #অন্তঃস্থকোণ:-
কোন তলের অভ্যন্তরে বাহুগুলো যে কোণ উৎপন্ন করে তাকে অন্তঃস্থ কোণ বলে।
অথবা কোন সরলরেখা দুটি বিন্দুতে মিলিত হলে সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে অন্তঃস্থ কোণ বলে।
● #বহিঃস্থকোণ:-
যে কোন ত্রিভুজের একটি বাহু কে বর্ধিত করলে ত্রিভুজের বাহিরে যে কোণ উৎপন্ন হয় তাকে বহিঃস্থ কোণ বলে।
● #শিরঃকোণঃ:-
ত্রিভুজের শীর্ষস্থ কোণকে শিরঃ কোণ বলে।
● #উন্নতি_কোণ:-
সমকোণী ত্রিভুজের অতিভূজ ও ভূমি মিলে যে কোণ উৎপন্ন হয় তাকে উন্নতি কোণ বলে।
● #অবনতি_কোণ:-
সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুতে ভূমির সমান্তরাল করে অঙ্কিত রেখা ও অতিভূজ মিলে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।
● #কেন্দ্রস্থ_কোণ:-
কোন বৃত্তচাপের প্রান্তদ্বয় হতে সৃষ্ট দুটি সরলরেখা বৃত্তের কেন্দ্র মিলিত হলে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে।
● #বৃত্তস্থ_বা_পরিধিস্থ_কোণ:-
কোন বৃত্তচাপের প্রান্তদ্বয় হতে সৃষ্ট দুটি সরলরেখা বৃত্তের পরিধির কোন বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয় তাকে বৃত্তস্থ কোণ বলে।
● #অর্ধবৃত্তস্থ_কোণ:-
বৃত্তের ব্যাসের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে।
● #রৈখিক_যুগল_কোণ:-
দুটি সন্নিহিত কোণের বহিঃস্থ বাহুদ্বয় যদি বিপরীত রশ্মি হয় অর্থাৎ একই সরলরেখার অংশ হয় তবে কোণ দুটিকে রৈখিক যুগল বলে।
[বাংলাদেশে বর্তমান গণিত - পদার্থবিদ
জামাল নজরুল ইসলাম]
ধন্যবাদ সবাইকে
No comments:
Post a Comment