সামনের মাসে বন্ধুর জন্মদিন? মনে রাখার জন্য এখন তো খুব সহজেই কাগজে লিখে রাখতে পারছ। যে কাগজের পিঠে আবার আঠাও লাগান থাকে। তাতে জন্মদিনের তারিখ আর বন্ধুর নাম লিখে লাগিয়ে দিচ্ছ পড়ার টেবিলে। কিন্তু তুমি কি জান, এমন দরকারি একটা জিনিস ভুল করে বানিয়ে ফেলেছিলেন এক আবিষ্কারক? ১৯৬৮ সালে ড: স্পেন্সার সিলভার খুব মনযোগ দিয়ে শক্তিশালী একটি আঠা বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষমেষ সবটা গুবলেট হয়ে গেল। শক্ত আঠা তো বানানো গেলই না, বরং তৈরি হল একটা হালকা আঠালো রকমের জিনিস। যেটা কখনও শুকিয়ে যায় না। বাজে জিনিস ভেবে ওটাকে ফেলেই দিয়েছিলেন সিলভার। কিন্তু তার কোনো কাজে না লাগলে কী হবে! সিলভারের সঙ্গেই কাজ করতেন ড: আর্ট ফ্রাই। কয়েকদিন ধরে বেশ সমস্যায় ছিলেন তিনি। তার প্রয়োজনীয় বুকমার্ক বা বইয়ের চিহ্নগুলো বারবার কেবল নিচে পড়ে যাচ্ছিল। সিলভারের সেই হালকা আঠালো জিনিসটা বেশ কাজে লেগে গেল আর্ট ফ্রাইয়ের। আর তারপর থেকেই ধীরে ধীরে সবাই দরকারি ব্যাপারগুলো মনে রাখতে পোস্ট ইট নোটসের সাহায্য নিতে শুরু করল।
No comments:
Post a Comment