জীবনে সবাই তার স্বপ্ন পূরণ করতে চায়।কিন্তু স্বপ্নের পথে আসে বাধা অনেক। সেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলে তবেই জীবন হবে স্বার্থক, হবে সুখী সমবৃদ্ধ।
আর এইবার যারা তাদের স্বপ্ন পূরণের জন্য বিসিএস দিতে যাচ্ছেন তাদের জন্য আমার ক্ষুদ্রজ্ঞানের কিছু পরামর্শ রইলো।
# আপনাকে আমার কথা শুনতে হবে বা মানতে হবে এমটা নয়।আপনি আপনার সব চেয়ে বড় পরামর্শক এটা মনে রাখবেন।
আলোচনা:
প্রথমে আপনাকে জানতে সিলেবাস এবং কোন কোন অধ্যায় সেটা।
প্রিলি: বাংলার জন্য বরাদ্ধ ৩৫.
১) বাংলা ব্যাকরণ =১৫
২) বাংলা সাহিত্য= ২০.
# প্রথমে বলবো যারা বাংলা ব্যাকরণ নিয়ে ভয় পান তাদের বলবো ভয় পাওয়ার কোন কারণ নেই।
কারণ একটু সতর্ক হলে ব্যাকরণ থেকে ভালো নাম্বার তোলা যায়।
যে সব অধ্যায় থেকে প্রশ্ন থাকে সেই অধ্যায় গুলোর নাম বলছি আমার বিশ্বাস এর বাইরে থেকে পিএসসি প্রশ্ন করে না বা করবে না। কারণ সিলেবাসটা ওনারাই দিয়েছেন।
#ধবণি, ণ- ষ, সমাস, প্রত্যয়, শব্দ, বাক্য, পদ, সন্ধি। এই কয়েকটা অধ্যায় একটু ভালো করে পড়ুন নিশ্চিত থাকেন ৭/৮ নাম্বার পাবেন।কারণ এই সব অধ্যায়ের প্রশ্ন বইয়ের বাইরে থেকে আসে না। এ পর্যন্ত আসে নি। আর এর জন্য নবম দশম বইয়ের কথা সবাই বলে কিন্তু আমি বলবো এই বইটা আমাদের মূল ভিত্তি ধরে যদি পারেন সহজ বাংলা ভাষা ও সাহিত্যের বইটি পড়ুন।
# ব্যাকরণের বাকী নাম্বারগুলো থাকবে মূলত মুখস্থ পাঠ থেকে। তাই বলবো ১৫ পাওয়ার আশা করবেন না। এটা আশা করা ভুল। কারণ এটা যার মুখস্থ রাখার ক্ষমতা বেশি সে এখান থেকে নাম্বার তুলতে পারে।তবে কোন কোন সময় না পড়েও কমন পাওয়া যায়। কিন্তু সে রকম প্রত্যাশা করা যাবে না।
মুখস্থ বুদ্যার অধ্যায় গুলো- ১) বিপরীত শব্দ, ২) সমার্থক শব্দ,৩) পারিভাষিক শব্দ, ৪) বাংলা বানানের নিয়ম ৫) শুদ্ধিকরণ ৬) প্রয়োগ অপপ্রয়োগ।
#এই অধ্যায়ের মধ্যে বিপরীত শব্দ, প্রয়োগ অপপ্রয়োগ থেকে নাম্বার পেতে পারেন।
# ভুল বুঝবেন না বাংলা বানান যদি বাংলা একাডেমী প্রকাশিত নিয়মের বইটি পড়া থাকে তবে ভালো করবেন। বইটি মাত্র ৩০ টাকা। এটা পড়লে খুবই উপকৃত হবেন।
# আমার মতে সমার্থক ও পারিভাষিক শব্দ পড়ে সময় নষ্ট না করাই উচিত। কারন এখানে অনেক পড়ে মনে রাখা কষ্টকর।তাছাড়া আপনিতো ব্যাকরণ ১৫ নাম্বার আশা করছেন না। তাই এই সময় অন্য বিষয়ে ব্যয় করলে কাজে দিবে।
৩৮ তম বিসিএস বাংলা সাহিত্যের চূড়ান্ত সাজেশন।
# আমি বারবার ক্লাসে একটা কথা বলি লিখিত পরীক্ষা দিতে চাইলে আগে প্রিলির একটা টিকিট আপনাকে নিতে হবে। প্রিলি উত্তীর্ণ হওয়া মানে কিন্তু বিসিএস পাওয়া নয়। এটা একটা ধাপ মাত্র।তাই প্রথম ধাপ আপনাকে অতিক্রম করতে হবে খুব সাবধানে।
# আবার বলি প্রিলিতে পাশ মার্ক কত তাও বলা থাকে না তবে এটা বলা যায় ১১৫/১২০ পেলে উত্তীর্ণ হওয়া যায়।
আর এখানে কোন বিষয়ে কত পেলে পাশ লিখিত পরীক্ষার মত তা নির্ধারিত নয়।সুতরাং যদি কোন বিষয়ে আপনি কম পারেন তাহলেও কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারেন। তাই বলি তিন টা সাবজেক্ট এর বিকল্প নেই।
বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী।
এবার আসি আসল কথায়। গত দিন বাংলা ব্যাকরণের কথা বলেছি আজ বলবো সাহিত্য।
# বাংলা সাহিত্যে আপনার জন্য থাকছে ২০ নাম্বার।
১) প্রাচীন যুগ +মধ্যযুগ = ৫ নাম্বার।
এই ৫ নাম্বারের জন্য আপনাকে পড়তে হবে যা
ক) চর্যাপদ
খ)অন্ধকার যুগ
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ) মঙ্গল কাব্য
ঙ) অনুবাদ সাহিত্য
চ) পদাবলী সাহিত্য
ছ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
জ) পুঁথি,মর্সিয়া, জঙ্গনামা, ময়মনসিংহ গীতিকা।
২) আধুনিক যুগ = ১৫ নাম্বার।
এখান থেকে নাম্বার তোলা সব চেয়ে কঠিন।কারন আধুনিক যুগের শেষ নেই। এখানে আছে হাজারো কবি সাহিত্যিক, আর হাজারো সাহিত্য। কেউ সম্পূর্ণ আধুনিক যুগ পড়ে শেষ করতে পারে না। যারা আজ বয়সের বাড়ে নুইয়ে পড়েছেন তাদের কাছে জানতে চাইলে বলবে ওরা ১১ জন পড়। কিন্তু আমার প্রশ্ন এই ১১ জনের কথা পিএস সি বলে নি। বললে সিলেবাসে উল্লেখ করে দিত। সেই দিন বনে গেছে কোনটি কার লেখা গ্রন্থ? এখন আর এই ধরনের প্রশ্ন আসে না। আগে দেখা যাতো শার্ট পেন্টের ভিতরে প্রবেশ করিয়ে স্যান্ডেল পড়তো এটাই ছিল ফর্মাল, কিন্তু এখন তা চলে না। আধুনিক যুগ ঠিক তাই।
# তাই বিগত কয়েক বছরের প্রশ্নের দিকে তাকালে দেখবেন এই ভাবে পড়া উচিত ----------
১) কবি সাহিত্যিকদের জন্ম--- মৃত্যু
২) বাংলা সাহিত্যে যা কিছু প্রথম।
৩) পুরস্কার প্রাপ্ত গ্রন্থ।
৪) বিভিন্ন গল্প উপন্যাসের চরিত্র।
৫) উক্তি।
৬) উৎসর্গিত গ্রন্থ।
৭) বাজেয়াপ্ত গ্রন্থ।
৮) মুক্তিযুদ্ধের যত গ্রন্থ ও লেখক।
৯) গান (রচয়িতা এবং সুরকার।)
১০) পত্র পত্রিকা।
১১) আধুনিক কালের যে সব কবি সাহিত্যিকদের লেখা একাদশ দ্বাদশ শ্রেণিতে পাঠ্য তাদের জীবনী এবং সাহিত্য।
১২) ভ্রমণ কাহিনী মূলক গ্রন্থ।
১৩) শিশুতোষ গ্রন্থ।
১৪) বিভিন্ন গ্রন্থের প্রকাশ সাল যেগুলো ক্লাসে পড়ানো হয়।
এবং ২/৩ টা প্রশ্নের উত্তর আমাদের জানা নাও থাকতে পারে এমন ট্রপিক থাকবে।
আর এইভাবে সাজানো আছে বাজারের একটি বইতে যা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।বইটি সারা দেশেই পাওয়া যাচ্ছে।
আপনাদের জন্য শুভ কামনা।
No comments:
Post a Comment