eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, October 27, 2017

সাত বীরশ্রেষ্ঠ পরিচিতি

ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
জন্ম : ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬।
জন্মস্থান: মহিষখোলা, চণ্ডীবরপুর, সদর নড়াইল।
পিতা: মোহাম্মদ আমানত শেখ।
মাতা: জেন্নাতুন্নেসা।
যে সেক্টরে যুদ্ধ করেন : ৮ নং সেক্টর।
স্ত্রী: মোসাম্মাৎ তোতা বেগম।
কর্মস্থল: পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)।
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৭১।
সমাহিত করা হয় : যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে।

নায়েক মুন্সী আবদুর রউফ
জন্ম : মে, ১৯৪৩।
জন্মস্থান : সালামতপুর, কামারখালী, মধুখালী (সাবেক বোয়ালখালী থানা), ফরিদপুর।
পিতা: মেহেদী হোসেন।
মাতা: মুকিদুন্নেসা।
মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৭১।
শহীদ হন: রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িমারি এলাকার চিংড়িখালের পাড়ে পাকিস্তানি সৈন্যদের ছোঁড়া মর্টারের গোলায়।
কর্মস্থল : পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)।

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
জন্ম : ১৯৪৮।
জন্মস্থান : রহিমগঞ্জ, আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।
পিতা : আবদুল মোতালেব হাওলাদার।
মাতা : সাফিয়া বেগম।
কর্মস্থল : সেনাবাহিনী।
মৃত্যু : ১৪ ডিসেম্বর, ১৯৭১।
শহীদ হন : চাঁপাইনবাবগঞ্জ ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে।
যে সেক্টরে যুদ্ধ করেন : ৭ নং সেক্টরে, সাব-সেক্টর কমান্ডার হিসেবে।

ইঞ্জিনরুম আর্টিফিসিয়ার রুহুল আমিন
জন্ম : ১৯৩৪।
জন্মস্থান : বাগপাঁচড়া, দেউটি, সোনাইমুড়ী, নোয়াখালী।
পিতা : আজহার পাটোয়ারী।
কর্মস্থল : নৌবাহিনী।
মৃত্যু : ১০ ডিসেম্বর, ১৯৭১।
শহীদ হন : খুলনার রূপসা উপজেলার জাহাজ পলাশ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হওয়ার পর পাকিস্তান বিমান বাহিনীর নিক্ষিপ্ত গোলায়।
যে সেক্টরে যুদ্ধ করেন : ১০ নং সেক্টরে।

সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল
জন্ম : ১৬ ডিসেম্বর, ১৯৪৭।
জন্মস্থান : মৌটুপি গ্রাম, আলীনগর, ভোলা।
পিতা : হাবিবুর রহমান (সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার)
মাতা : মালেকা বেগম।
কর্মস্থল : সেনাবাহিনী।
মৃত্যু : ১৭ এপ্রিল, ১৯৭১।
শহীদ হন : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে।
যে সেক্টরে যুদ্ধ করেন : ২ নং সেক্টরে।

ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
জন্ম : ২৯ নভেম্বর, ১৯৪২।
জন্মস্থান : মোবারক লজ, ১০৯ আগা সাদেক রোড,ঢাকা।
পিতা : মৌলবি আবদুস সামাদ ( পেশায় কালেক্টরেট অফিস সুপারিন্টেনডেন্ট)।
পৈতৃক নিবাস : রামনগর, মুসাপুর, রায়পুরা, নরসিংদী।
কর্মস্থল : বিমানবাহিনী।
মাতা : সৈয়দা মোবারকুন্নেসা খাতুন।
স্ত্রী : মিলি রহমান।
সন্তান : ২ কন্যা ৯ (মাহিন মতিউর ও তুহিন মতিউর হায়দার)
মৃত্যু : ২০ আগস্ট ১৯৭১।
শহীদ হন : মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য পাকিস্তানের করাচির মৌরিপুর বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমান নিয়ে পালিয়ে আসার সময় তার সহযাত্রী রশিদ মিনহাজের সঙ্গে ধস্তাধস্তির সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় সীমান্তে বিন্দ গ্রামের থাট্টায় শহীদ হন।
যে বিমানে পালিয়ে আসতে চেয়েছিলেন : টি ৩৩ (যার ছদ্মনাম ব্লু বার্ড ১৬৬)।

সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান
জন্ম : ২ ফেব্রুয়ারি, ১৯৫৩।
জন্মস্থান : ডুমুরিয়া গ্রাম, চাপড়া, চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ।
স্থায়ী নিবাস : খোর্দ খালিশপুর গ্রাম, খালিশপুর ইউনিয়ন, মহেশপুর, ঝিনাইদহ।
পিতা : আক্কাছ আলী মণ্ডল (১৯৭৭ সালে মারা যান)।
কর্মস্থল : সেনাবাহিনী।
মৃত্যু : ২৮ অক্টোবর, ১৯৭১।
শহীদ হন : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে সম্মুখযুদ্ধে।
যে সেক্টরে যুদ্ধ করেন : ৪ নং সেক্টরে।

No comments:

Post a Comment