জ্যোতির্বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ- কী বলে যে ডাকি তাকে! জগতের বিষয় নিয়ে তিনি একাই এত্ত এত্ত মজার মজার আবিষ্কার করে গেছেন। সেকি! তুমি কী ভাবনায় পরে গেলে? বুঝতে পারছ না কার কথা বলা হচ্ছে? আরে, তিনি আর কেউ নন। স্বয়ং আর্কিমিডিস। জানই তো, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে উনি কাজ করেননি। তবে আর্কিমিডিসের সাবচেয়ে মজার আবিষ্কার হিসেবে ধরা হয় কিন্তু পুলিকে। পুলির সাহায্যে অনেক ভারী জিনিসও খুব সহজেই ওঠানো যায়। আর এমন মজার যন্ত্রের আবিষ্কারক আর্কিমিডিসও কিন্তু কম মজার মানুষ নন। নিজের এই পুলি নিয়েই তিনি একবার বলেছিলেন, পুরো পৃথিবীকেও তিনি ওঠাতে পারতেন এতে করে। যদি তাকে ঠিকঠাক সোজাভাবে দাঁড়ানোর একটা জায়গা দিতে পারে কেউ।
No comments:
Post a Comment