eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, October 31, 2017

রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৬ বন্ধু

ছয় বন্ধু একসঙ্গে সবকিছুই করতেন। সুখ-দুখ, হাসি, আনন্দ, ভ্রমণসহ সবকিছু। সিলেটের বিয়ানীবাজারের ওই তরুণরা বন্ধুরা কক্সবাজারে গিয়েছিলেন নিপীড়িত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে। কিন্তু ত্রাণ বিতরণ শেষে বাড়ি ফেরার পথ আর সুখকর হলো না। সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল ওই ছয় তরুণের প্রাণ।

নরসিংদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে সোমবার সকালে সদর উপজেলার কান্দাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজাস্থ রূপসী ফ্যশনের সত্বাধিকারী রেজাউল করিম, মতিন ক্লথ স্টোরের জুবের আহমদ, শখ কসমেটিসের সত্বাধিকারী খায়রুল বাসার খায়ের, ব্যবসায়ী ইকবাল আহমদ, বাবুল আহমদ ও গাড়ির ড্রাইভার বাবুল মিয়া।

এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বিয়ানীবাজার জামান প্লাজায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আহতদের দুইজন হলেন হাফিজ ক্লথ ষ্টোরের হাফিজ উদ্দিন ও জারী ফ্যাশনের দেলোয়ার হোসেন।

No comments:

Post a Comment