রিক্সা চালিয়েও কি কোটিপতি হওয়া যায়? শুধু কোটিপতি নয়, বরং ৩৪টি কোম্পানির মালিক তিনি। শিরোনাম দেখে নিশ্চয় আপনার চোখ কপালে উঠে গেছে। ভাবছেন আপনি নিজে এতো কিছু করেও লাখোপতি হতে পারছেন না, আর সামান্য এক রিক্সাচালক ৩৪টি কোম্পানির ডিরেক্টর!
তাহলে মূল ঘটনাটি পড়ুন।
ভারতের হুগলি জেলার শ্রীরামপুরের প্রভাসনগরের বাসিন্দা রিক্সাচালক কৃষ্ণ প্রসাদ। তার চাহিদা খুবই সামান্য। একটা রিক্সা কিনে চালাবেন। কিন্তু তার জন্য যে পাহাড় ডিঙোতে হবে কৃষ্ণ প্রসাদ তা কখনোই ভাবেননি। রিক্সা কিনতে গেলে প্রয়োজন পড়ে ঋণের। আর ঋণের জন্য প্রয়োজন ছিল এমন
যোগ্যতার যা তিনি স্বপ্নেও ভাবেননি।
Tuesday, October 31, 2017
৩৪ কোম্পানির ডিরেক্টর এক আজব রিকশাচালক!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment