eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, October 7, 2017

“Google Keep” এ নিজের Idea গুলো কে বাঁচিয়ে রাখি

  

10minuteschool এর প্রতিষ্ঠাতা Ayman Sadiq ভাইয়ার একটা ভিডিও থেকে জানতে পারি, গবেষণা করে দেখা গেছে নাকি, পৃথিবীর বেশীর ভাগ IDEAS গুলো নাকি Graveyard/কবর স্থানে পাওয়া যায়। কিন্তু কিভাবে ?
কারন বেশির ভাগ মানুষই তাদের চিন্তা বা ভাবনা গুলো মাথায় নিয়ের মারা যায়। তারা চিন্তা করে ঠিকই, কিন্তু তা অনেকে তাকেই লক্ষ ভেবে ধরে নেয়, কিন্তু পরের দিন সকালে সব ভুলে যায়। মানুষ স্বভাবতই সব কিছুই চাইলেও মনে রাখতে পারে না। এটা আমার কিংবা আপনার ব্যক্তিগত অভ্যাস না। মানুষ জন্মগত ভাবেই এমন।

Google Keep

গুগল কিপ হচ্ছে এমন এক প্রকার নোট যাতে আপনি চাইলে আপনার  সকল চিন্তা, ভাবনা, কিংবা যেকোন Picture OR Audio সংরক্ষণ করে রাখতে পারবেন। Wikipedia-র তথ্য অনুযায়ী ২০১৩ এ (এটি অনলাইনে এবং মোবাইল এপ) চালু হয়।

Google Keep এর ব্যবহার ও সুবিধাঃ

  • Pin Important Notes:
  • Event Reminder: এখানে এমনও Features রয়েছে যেখানে আপনি আপনার কোন Event আপনি পূর্ব হতে Set করে রাখলে আপনাকে সময় মত মনে করিয়ে দেবে এই App টি।
  • Sync: এতে Sync নামের একটি অপশন আছে - যা করে রাখলে Phone হারিয়ে গেলেও Google Cloud সংরক্ষিত থাকবে। আবার অন্য Phone কিনলে তাতে Account Login করতেই ফিরে আসবে।
  • Grab Image: কিছুদিন আগে এটায় একটা নতুন Feather এসেছে। Grab Image Text নাম। এটির কাজ হচ্ছে, যদি কেউ কোথাও(দেয়ালে, খাতায়, যে কোনো যায়গায়) কিছু লিখে রাখেন, তার Picture যদি এই Keep এ Upload করে এবং Grab Image Text এ Click করে তবে দেখা যাবে সেই Picture এ লিখা সব কিছুই Soft Copy আকারে পরিণত হবে সেই Notes এ। নিচের Picture টায় আমি নিজের একটা Notes এর picture share করেছি। Grab এ Click করতেই সব লিখা চলে এলো ২ পিকচারে।
  • এছাড়াও এখানে Labels

কত রকম ভাবে Google Keep এ আমাদের চিন্তা গুলো আটকে রাখতে পারিঃ

  • লিখে/ কিংবা ট্রাইপ করে
  • লিস্ট করে
  • Picture তুলে / Internet থেকে Collect করা Picture Upload করে
  • কোন Thoughts মুখে বলে Audio আকারে সংগ্রহ করে

 

No comments:

Post a Comment