Sunday, December 10, 2017

সারমর্ম উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি; উড়িয়া মেঘের দেশে চিল কহে ডাকি; কি কর চাতক ভায়া ধূলি মাঝে থাকি। কোথায় উঠেছি চেয়ে দেখ একবার এখানে আসিতে পার সাধ্য কি তোমার। চাতক কহিছে, তবু নিচে দৃষ্টি তব, গদা ভাব কার কিবা ছোঁ মারিয়া লব। মেঘ বারি ভিন্ন অম্ল জল নাহি খাই, তাই আমি নিচে থেকে ঊর্ধ্বমুখে চাই। সারমর্ম: পৃথিবীতে উঁচু-নিচু নানা শ্রেণির মানুষ বাস করে। অর্থের দিক থেকে ধনী হলেও ক্ষুদ্রমনা মানুষ অপরের ক্ষতি করার চেষ্টা করে। অন্যদিকে বড় মনের মানুষ আর্থিকভাবে গরীব হলেও সমাজের সকলের মঙ্গলের জন্য কাজ করেন।

No comments:

Post a Comment