Sunday, December 10, 2017

সারমর্ম ইসলাম বলে, সকলের তবে মোরা সবাই, ইসলাম বলে, সকলের তবে মোরা সবাই, সুখ-দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই, নাই অধিকার সঞ্চয়ের। কারো আঁখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ? দু’জনার হবে বুলন্দ নসীব, লাখে লাখে হবে বদ নসীব। এ নহে বিধান ইসলামের। ঈদ-উল-ফিতর আনিয়াছে তাই নব বিধান, ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা তা কর দান, ক্ষুধার অন্ন হোক সবার। ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে তৃষাতুরের হিসসা আছে ও- পেয়ালাতে দিয়া ভোগ কর, বীর, দেদার। সারমর্ম: ইসলাম ধর্মে কোনো বিভেদ নেই, নেই কোনো অর্থনৈতিক বৈষম্য, সঞ্চয়ের প্রবৃত্তি। তাই নিজের অর্জিত সম্পদ ঈদ-উল-ফিতরে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কেননা ত্যাগের মধ্যেই মহানুভবতার পরিচয় নিহিত, ভোগে নয়। এসবই ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য বলে এ ধর্মকে শান্তি ও সাম্যের ধর্ম বলা হয়।

No comments:

Post a Comment