eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, December 9, 2017

ধাপ-৫.১

চ্যানেল মানিটাইজেশন করা সমাধান-৫.১

চানেল মানিটাইজেশন করার জন্য আপনাকে প্রথমে Creator Studio র Channel ট্যাবে যেতে হবে। তারপর Advanced অপশনে ক্লিক করুন। প্রথমে আপনার ইউটিউব পার্টনারশিপ যাচাই (Verify) করুন। তারপর দেশ (Country) United States করে দিন। কারণ বাংলাদেশে ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম এখনও চালু হয় নি। তারপর আপনার চ্যানেলে যে জাতীয় ভিডিও থাকবে সেগুলো কী-ওয়ার্ড হিসেবে দিয়ে দিন। শেষে সেভ (Save) বাটনে প্রেস করুন। এখন Channel ট্যাবে গিয়ে Status and Features অপশনে গিয়ে দেখুন মানিটাইজেশন এলিজাবল (Eligible) হয়ে গেছে। এটাকে এনাবল (Enable) করতে ক্লিক করুন।        

পরবর্তী ধাপগুলো অনুসরণ করলে দেখা যাবে আপনাকে অ্যাডসেন্স (Adsense) এ একাউন্ট খুলতে বলা হচ্ছে। অ্যাডসেন্সে একাউন্ট খোলার সময় আপনার সঠিক ঠিকানা (দেশ, জেলা, উপজেলা, পোষ্ট কোড) প্রদান করুন। কারণ, আপনার অ্যাডসেন্স একাউন্টে ১০ ডলার জমা হয়ে গেলে গুগল (Google) থেকে আপনার দেওয়া ঠিকানায় Address Verification Pin সহ চিঠি আসবে। সাধারণত ৪ সপ্তাহের মধ্যেই ডাকঘরে চিঠি চলে আসে।        

চ্যানেল মাইনিটাইজেশন সফল হলে Channel ট্যাবে Status and Features অপশনের নিচে Monetization অপশন দেখতে পাবেন।

No comments:

Post a Comment