ভিডিও মানিটাইজেশন করা সমাধান-৫.২
ভিডিও মানিটাইজ করার জন্য Creator Studio তে Video Manager ট্যাবে ক্লিক করুন। তারপর Video অপশনে গেলে আপনার ভিডিও লিস্ট দেখতে পাবেন। প্রতিটি ভিডিওর পাশে ডলার ($) চিহ্ন দেখতে পাবেন। সেটা কালো থাকলে সেটাতে ক্লিক করুন। তারপর Monetization with Ads এ গিয়ে সব অ্যাডস্ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন। যদি ডলার ($) চিহ্ন সবুজ হয় তবে মানিটাইজেশন সফল হয়েছে।
আর কোনো ডলার ($) চিহ্ন না থাকা মানে হচ্ছে আপনার এখনও ১০০০০ (দশ হাজার) ভিউ পুরো হয়নি। নতুন নিয়ম অনুযায়ী ১০০০০ ভিউ পূর্ণ হলে ইউটিউব আপনাকে মেইল করে জানিয়ে দিবে এবং তারপর আপনি ডলার ($) চিহ্ন দেখতে পাবেন।
No comments:
Post a Comment