টাকা উত্তোলন পদ্ধতি সমাধান-৬
শুরুতে ধরে নিচ্ছি যে আপনার অ্যাডসেন্স একাউন্ট পিন ভেরিফিকেশন করা হয়ে গেছে এবং আপনার একাউন্টে সর্বনিম্ন ১০০ ডলার জমা হয়েছে (এটা Default Threshold। তার মানে ১০০ ডলার হলে আপনার ব্যাঙ্ক একাউন্টে অটোমেটিক টাকা চলে যাবে। আপনি Threshold ইচ্ছেমত নির্ধারণ করে দিতে পারেন তবে সর্বনিম্ন হচ্ছে ১০০ ডলার)। সবকিছু ঠিক থাকলে ব্যাঙ্ক একাউন্ট যোগ করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন –
১। AdSense এ লগইন করে Settings ট্যাবের Payment অপশনে ক্লিক করুন। তারপর Add a payment Method অপশনে যান।
২। Wire Transfer সিলেক্ট করুন।
৩। Bank Account Name (আপনার যে নামে ব্যাঙ্কে একাউন্ট খোলা আছে)
৪। Bank Name
৫। SWIFT CODE (ব্যাঙ্কের SWIFT CODE জানতে বাঙ্কে গিয়ে / গুগলে খোঁজ করুন)
৬। Account number
৭। Re-type Account number
৮। Intermediary Bank (আপনারা Set this method as primary সিলেক্ট করুন)
৯। সেভ করুন। ১৫ দিনের মাঝেই আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা চলে যাবে।
No comments:
Post a Comment