301) Proper nouns-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The Sarah will go to the England.
Say: Sarah will go to England.
নিয়মস্বরূপ, Proper nouns-এর সাথে definite article ব্যবহৃত হয় না।
Note: The সাধারণত নদী, সাগর, সমুদ্র, মহাসাগর, উপসাগর, ভূ-মধ্যসাগর, পর্বত্মালা, দ্বীপপুঞ্জ এবং দেশ বা প্রদেশ (একটি adjective এবং একটি noun নিয়ে গঠিত) ইত্যাদির নামগুলোর পূর্বে বসে। সুতরাং আমরা বলিঃ The Nile, the Mediterranean, the Atlantic, the bay of Biscay, the Persian Gulf, the Alps, the Dodecanese, the United States, the Central Provinces of India.
302) Possessive-এ proper noun-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The Euripides’ tragedies are famous.
Say: Euripides’ tragedies are famous.
অবশ্যই Possessive case-এ proper nouns-এর সাথে Definite article ব্যবহৃত হবে না।
Note: যদি নামটি শেষ হয় ‘s’ অথবা ‘x’ দিয়ে তখন এটি খুব কষ্টসাধ্য হয় উচ্চারণের জন্য। কারণ তখন অতিরিক্ত syllable ‘s’ থাকে। সুতরাং আপনি শেষ ‘s’-টি বাদ দিয়ে দিবেন। যেমনঃ Maria callas’ voice is divine.
303) Abstract nouns-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The bravery is a great virtue.
Say: Bravery is a great virtue.
Abstract nouns যদি সাধারণ ধারণায় ব্যবহৃত হয়, তখন এটি article গ্রহণ করতে পারে না।
Note: লক্ষণীয়, যদি abstruct nouns কোন নির্দিষ্ট ধারণায় ব্যবহৃত হয়, তখন এরা article-এর প্রয়োজন অনুভব করে। যেমনঃ The bravery of the Spartans was renowned.
304) Material nouns-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The gold is a precious metal.
Say: Gold is a precious metal.
Material nouns যদি সাধারণ ধারণায় ব্যবহৃত হয়, তবে এরা কোন article ব্যতীত ব্যবহৃত হয়।
Note: যদি Material nouns কোন নির্দিষ্ট ধারণায় ব্যবহৃত হয়, তবে definite article প্রয়োজন হয়। যেমনঃ The coal from the Midland is exported to many countries.
305) সাধারণ ধারণায় Pural noun-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The dogs are faithful animals.
Say: Dogs are faithful animals.
Common noun-এর plural form যদি সাধারণ ধারণায় ব্যবহৃত হয়, তবে এদের পূর্বে definite article উহ্য থাকে।
306) ভাষার নামের পূর্বে The-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Tim speaks the English very well.
Say: Tim speaks English very well.
ভাষার নামের পূর্বে Definite article কখনও ব্যবহৃত হয় না।
Note: আমরা বলতে পারি, He speaks the English language very well.
307) ভোজের (meals) নামের পূর্বে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: We’ll start after the breakfast.
Say: We’ll start after breakfast.
ভোজের নামের (breakfast, lunch, dinner বা supper) পূর্বে definite article ব্যবহৃত হওয়া উচিত নয়। যেমনঃ The lunch they provided was excellent.
308) খেলাধুলার নামের পূর্বে The-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: My favourite game is the football.
Say: My favourite game is football.
খেলা, যেমনঃ Football, hockey, tennis, cricket, volley-ball, basket-ball ইত্যাদির নামের পূর্বে কোন article ব্যবহৃত হয় না।
309) রোগ-ব্যাধিসমূহের (Diseases) নামের পূর্বে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The cholera is a dreadful disease.
Say: Cholera is a dreadful disease.
সাধারণত, রোগ-ব্যাধির নামের পূর্বে Definite article ব্যবহৃত হয় না। তবে রোগ-ব্যাধির সাধারণ (common) নামের পূর্বে article প্রয়োজন হয়। যেমনঃ I was suffering from a cold (a fever, a cough, a headache).
310) রঙের নামের পূর্বে The-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The green is a beautiful colour.
Say: Green is a beautiful color.
যখন রঙ-এর নাম Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এদের পূর্বে definite article ব্যবহৃত হওয়া উচিত নয়।
311) পঞ্চ ইন্দ্রিয়ের (senses) ধারণা বা বোধের নামের পূর্বে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The sight is one of the five senses.
Say: Sight is one of the five senses.
পঞ্চ ইন্দ্রিয়ের নামগুলোঃ Sight, smell, hearing, taste এবং touch এদের পূর্বে article ব্যবহৃত হয় না।
312) দিন এবং মাসের পূর্বে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The Sunday can be a day of prayer/The December is the last month.
Say: Sunday can be a day of prayer./December is the last month.
দিন এবং মাসের নামগুলোর পূর্বে Definite article ব্যবহৃত হওয়া উচিত নয়।
Note: আমরা বলি The Sunday before last, The December of 1980 ইত্যাদি।
313) মানব প্রজাতি নির্দেশক Man-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The man is born a sinner.
Say: Man is born a sinner.
Man মানব প্রজাতিকে (human race) নির্দেশ করলে, definite article ব্যতীত ব্যবহৃত হয়। তাই mankind-এর article প্রয়োজন পড়ে না। যেমনঃ Disease is the enemy of mankind.
314) School-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: My sister goes to the school.
Say: My sister goes to school.
To go to school মানে হল- একজন ছাত্র হওয়া, পক্ষান্তরে to go to the school মানে হল স্কুলটি পরিদর্শন করা।
Note: এরূপভাবে to leave school মানে হল- ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটানো এবং to leave the school স্কুলটি হতে চলে যাওয়া।
315) Nature-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The nature is beautiful in spring.
Say: Nature is beautiful in spring.
Note: Different article-এ ‘nature’ ব্যবহৃত হয় অন্য অর্থে। It is in the nature of a dog to be faithful.
316) Church-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: On Sunday I go to the church.
Say: On Sunday I go to church.
To go to church বলতে বুঝায়- to go and pray, যখন চার্চের কাছে যাওয়া হবে- (while to go to the church) তখন বুঝাবে to go and visit the church.
Note: অনুরূপ পার্থক্য হয় go to bed এবং go to the bed, go to prison এবং go to the prison, go to market এবং go to the market, go to hospital এবং go to the hospital, sit at table এবং sit at the table এর মাঝে।
317) Society-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: A thief is a dange to the society.
Say: A thief is a danger to society.
Note: Society ব্যবহৃত হলে definite article ব্যবহার আপনি করতে পারেন। 1) In a particular sense: The society of the Greeks was based on freedom; 2) In the sense of companionship: I enjoy the society of my friends.
318) Future (=from now on)-এর সাথে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: You must be careful in the future.
Say: You must be careful in future.
Note: In the future অর্থ হল-আসন্ন প্রায় ভবিষ্যৎ (in the time to come), যেমনঃ Nobody knows what will happen in the future.
319) Whose-এর পরে the-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: The boy whose the father is ill has left.
Say: The boy whose father is ill has left.
আপনি আপেক্ষিক নির্দেশক (whose)-এর পরে article ব্যবহার করবেন না, কারণ এটি article-এর স্থান নিয়ে নেয়।
320) Work-এর পূর্বে indefinite article-এর অপব্যবহার জনিত ভুলঃ
Don’t say: Gillian has found a work at the bank.
Say: Gillian has found work at the bank.
আপনি অনির্দিষ্টমূলক Article ব্যবহার করবেন না কিছু শব্দের পূর্বে, যেমনঃ Work, fun, health, permission.
(See Exercise 17)
No comments:
Post a Comment