বাংলাদেশের বৃহত্তম
* বৃহত্তম সমুদ্র বন্দর- চট্টগ্রাম সমুদ্র বন্দর।
* বৃহত্তম মসজিদ হচ্ছে বায়তুল মোকাররম মসজিদ।
* বৃহত্তম জাদুঘর- জাতীয় জাদুঘর।
* বৃহত্তম বিমান বন্দর হচ্ছে- হযরত শাহজালাল বিমান বন্দর।
* বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে- পাবলিক লাইব্রেরী।
* বৃহত্তম পার্ক রমনা পার্ক
* বৃহত্তম উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান।
* বৃহত্তম রেলওয়ে জাংশন হচ্ছে ঈশ্বরদী জাংশন।
* বৃহত্তম বাঁধ- কাপ্তাই।
* বৃহত্তম পানি সেচ প্রকল্প- তিস্তা প্রকল্প।
* বৃহত্তম বিল- চলন বিল।
* বৃহত্তম শহর- ঢাকা।
* বৃহত্তম রেল স্টেশন- কমলাপুর রেল স্টেশন
* বৃহত্তম কাগজ কল- খুলনা নিউজপ্রিন্ট মিল।
* বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র- ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র
* বৃহত্তম দ্বীপ- ভোলা
* বৃহত্তম গ্রাম- বানিয়াচং (এশিয়ার বৃহত্তম)
* বৃহত্তম বিভাগ- চট্টগ্রাম।
* বৃহত্তম সার কারখানা (সরকারী)- যমুনা সার কারখান, জামালপুর
* বৃহত্তম সার কারখান (বেসরকারী)- কাফকো, চট্টগ্রাম
* বৃহত্তম হাসপাতাল- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
* বৃহত্তম স্টেডিয়াম- জাতীয় স্টেডিয়াম।
* বৃহত্তম ব্যাংক- বাংলাদেশ ব্যাংক
* বৃহত্তম সিনেমা হল- মণিহার (যশোর)
* বৃহত্তম বাণিজ্যিক জাহাজ- বাংলার দূত
* বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র- কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র।
* বৃহত্তম গ্যাস ক্ষেত্র- তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
* বৃহত্তম হোটেল- সোনারগাঁও
* বৃহত্তম জেলা- রাঙ্গামাটি (৬১১৬ বর্গ. কি.মি)
* বৃহত্তম থানা (আয়তনে) – শ্যামনগর (সাতক্ষীরা)
* বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়
* বৃহত্তম বনভূমি (একক)- সুন্দরবন।
* বৃহত্তম বনভূমি (যৌথ)-চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
* বৃহত্তম চিড়িয়াখান- মিরপুর চিড়িয়াখান
* বৃহত্তম নদ- বৃহ্মপুত্র।
* বৃহত্তম পাহাড়- গারো পাহাড়।
* বৃহত্তম হাওড়- হাকালুকি, মৌলভী বাজার
* বৃহত্তম চক্ষু হাসপাতাল- চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
* বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল- সুন্দরবন
* বৃহত্তম তফসীল ব্যাংক- সোনালী ব্যাংক।
* বৃহত্তম সড়ক সেতু- যমুনা সেতু।
* বৃহত্তম রেল সেতু- যমুনা সেতু (২য় হার্ডিঞ্জ ব্রীজ)
* বৃহত্তম ঘন্টা- রামুনাথ বৌদ্ধবিহার ঘণ্টা
* বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- খুলনা শিপউয়ার্ড
* বৃহত্তম অফিস- বাংলাদেশ সচিবালয়
* বৃহত্তম থানা (জনসংখ্যায়)- বেগমগঞ্জ, নোয়াখালী।
* বৃহত্তম স্মৃতিসৌধ- জাতীয় স্মৃতিসৌধ, সাভার।
* বৃহত্তম মন্দির- ঢাকেশ্বরী মন্দির
* বৃহত্তম সংস্কৃতি গবেষণা কেন্দ্র- বাংলা একাডেমী
* বৃহত্তম চিনিকল (আয়তন)- কেরু এন্ড কোং, দর্শনা, কুষ্টিয়া
* বৃহত্তম চিনিকল (উৎপাদনে) জয়পুরহাট চিনিকল
* বৃহত্তম বিভাগ (জনসংখ্যায়)- ঢাকা।
* বৃহত্তম জেলা (আয়তনে)- রাঙ্গামাটি (৬১১৬ বর্গ কি.মি)
* বৃহত্তম নদী (দৈর্ঘ্যে) সুরমা (৩৯৯ কি.মি)
* বৃহত্তম নদী (প্রশসে’) – মেঘনা
* বৃহত্তম মেডিকেল কলেজ- ঢাকা মেডিকেল কলেজ
* বৃহত্তম নৌ-বন্দর- নারায়ণগঞ্জ
* বৃহত্তম রেডিও স্টেশন- রামপুরা (ঢাকা)
* বৃহত্তম সমাধিস’ল- আজিমপুর, ঢাকা।
* বৃহত্তম শহীদ মিনার- কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
* বৃহত্তম ই.পি.জেড- চট্টগ্রাম ই.পি.জেড
* বৃহত্তম যুদ্ধ জাহাজ- ডি ডব্লিউ ২০০০ এইচ (বিএনএস বঙ্গবন্ধু)
* বৃহত্তম বৈদ্যুতিক তার তৈরির কারখানা- ইষ্টার্ণ ক্যাবলস, চট্টগ্রাম
* বৃহত্তম সিগারেট কোম্পানি- বৃটিশ-আমেরিকান টোবাকো কোম্পানি (বিটিসি)
* বৃহত্তম পশু- হাতি।
ক্ষুদ্রতম
* বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন- সেন্টমার্টিন
* বিভাগ সিলেট (১২৫৯৬ বর্গ কি.মি)
* জেলা মেহেরপুর (৭১৬ বর্গ কি.মি)
* থানা (আয়তনে)- সূত্রাপুর/ কোয়াতলী, ঢাকা।
* ক্ষুদ্রতম থানা (জনসংখ্যায়)- রাজস’লী, রাঙামাটি।
* গ্যাস ক্ষেত্র- বেগমগঞ্জ,নোয়াখালী
* সেচ প্রকল্প- পি এন ডি সেচ প্রকল্প
* রেল ষ্টেশন- ফতেহাবাদ, চট্টগ্রাম
দীর্ঘতম
* বাংলাদেশের দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র।
* দীর্ঘতম সড়ক সেতু- যমুনা সেতু।
* বাংলাদেশের তথা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে- কক্সবাজার সমুদ্র সৈকত।
* দীর্ঘতম সংসদ- সপ্তম জাতীয় সংসদ।
উচ্চতম
* বাংলাদেশের উচ্চতম বৃক্ষ হচ্ছে বৈলাম বৃক্ষ।
* বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গ- তাজিন ডং (৪০৩৯ ফুট, ১২৩১ মিটার বান্দরবন)
* বাংলাদেশের উচ্চতম পাহাড়- গারো পাহাড়, ময়মনসিংহ।
* বাংলাদেশের উচ্চতম দালান- বাংলাদেশ ব্যাংক ভবন (নির্মাণাধীন সিটি সেন্টার, ৩৭ তলা)
* বাংলাদেশের উচ্চতম ভাস্কর্য- স্বাধীনতার সংগ্রাম, ঢাকা।
বাংলাদেশের শ্রেষ্ঠ
* শ্রেষ্ঠ কবি- কাজী নজরুল ইসলাম
* শ্রেষ্ঠ আধুনিক কবি- শামসুর রাহমান ও আল মাহমুদ
* শ্রেষ্ঠ মহিলা কবি- সুফিয়া কামাল
* শ্রেষ্ঠ ভাষাবিদ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
* শ্রেষ্ঠ কার্টুনিষ্ট- রফিকুন্নবী (রণবী)
* শ্রেষ্ঠ চলচ্চিত্রকার- জহির রায়হান।
* শ্রেষ্ঠ স’পতি- এফ, আর, খান
* শ্রেষ্ঠ জাদুকর- জুয়েল আইচ
* শ্রেষ্ঠ দাবাড়– গ্রাণ্ড মাস্টার নিয়াজ মোর্শেদ
* শ্রেষ্ঠ সঙ্গীত সাধক- ওস্তাদ আলাউদ্দিন খাঁ
* শ্রেষ্ঠ পল্লী কবি- জসীম উদ্দীন
* শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী- অলক রায়
* শ্রেষ্ঠ সাতারু- ব্রজেন দাশ
* শ্রেষ্ঠ ফুটবলার- যাদুকর সামাদ
* শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র- কক্সবাজার
* শ্রেষ্ঠ মহিলা দাবাড়– রাণী হামিদ
* শ্রেষ্ঠ ভাস্কর- শামীম শিকদার
* শ্রেষ্ঠ শুটার- সাবরিন সুলতানা
* শ্রেষ্ঠ অভিনেত্রী- শাবানা
* শ্রেষ্ঠ নির্মাতা- জহিরুল ইসলাম
* শ্রেষ্ঠ সংগীত শিল্পী- মরহুম আব্বাস উদ্দিন
* শ্রেষ্ঠ মহিলা সংগীত শিল্প- রুনা লায়লা
* শ্রেষ্ঠ বিজ্ঞানী- ড. কুদরত ই খুদা
* শ্রেষ্ঠ চিত্রকর- মরহুম শিল্পাচ
Thursday, March 15, 2018
বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম, শ্রেষ্ঠতম
Tags
# Paper Clip
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Paper Clip
Labels:
Paper Clip
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment