Md.Bayzid Mostofa
.
NSI AD 2017
১. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
উ: মঙ্গল শোভাযাত্রা
২. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
উ: রাজশাহী
৩. বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
উ: ৩৫০টি
৪. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
উ: ২৬ মার্চ
৫. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
উ: যুক্তরাষ্ট্র
৬. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উ: সিয়েরা লিয়ন
৭. সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
উ: পাবনা
৮. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
উ: সিলেট
৯. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
উ: ৬.১৫ কি.মি
১০. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
উ: রাঙ্গামাটি
১১. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উ: দক্ষিণ এশিয়া
১২. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
উ: ২০১৫
১৩. দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে........এর উপর।
উ: শিক্ষা ব্যবস্থা
১৪. বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
উ: সন্ত্রাস ও জংগিবাদ
১৫. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
উ: দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
১৬. বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?
উ: ২৭
১৭. ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
উ: টিপিপি মাইন্যাস ১
১৮. ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
উ: অস্ট্রেলিয়া
১৯. আল শাবাব কোন দেশের সংগঠন?
উ: সোমালিয়া
২০. ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
উ: লিও
২১. ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
উ: ইরাক ও সিরিয়া
২২. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উ: ২০ জানুয়ারি ২০১৭
২৩. AU কোন মহাদেশের সংগঠন?
উ: আফ্রিকা
২৪. NATO এর সদর দপ্তর কোথায়?
উ: বেলজিয়াম
২৫. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উ: ইন্দোনেশিয়া
২৬. গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
উ: কিউবা
২৭. দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?
উ: পানামা খাল
২৮. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উ: নেপাল
২৯. টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?
উ:২০১৬ থেকে ২০৩০
৩০. বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
উ: জার্মানি
৩১. জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
উ: মশা
৩২. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উ: বুধ
৩৩. GMT মানে কি?
উ: Greenwich Mean Time
৩৪. নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
উ: পরমাণু শক্তি
৩৫. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উ: মহাকাশ গবেষণা
৩৬. সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উ: মরোক্কোর মারাক্কেশে
৩৭. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উ: ভারত
.
১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (কলেজ) – ২০১৬
.
১. সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উ: ধর্মপাল
২. লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
উ: হান্টার কমিশন
৩. পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রাম
৪. বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে-
উ: সিয়েরালিওন
৫. বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
উ: ১৯৬৬ সালে
৬. ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
উ: ধীরেন্দ্রনাথ দত্ত
৭. সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?
উ: শ্যালা
৮. উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
উ: নরসিংদী
৯. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
উ: ৮ মিনিট (সাড়ে ৮ মিনিট)
১০. বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
উ: ১৭৫ জন
১১. বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
উ: আগারগাঁও
১২. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
উ: এটর্নি জেনারেল
১৩. টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরান কারী?
উ: তামিম
১৪. সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে?
উ: ট্রিম্যান
১৫. বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রাম
১৬. বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
উ: চীনা
১৭. সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
উ: রুবাব খান
১৮. বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-
উ: সিলেটের মালানী ছড়ায়
১৯. ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-
উ: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
২০. তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?
উ: ১৯৬২ সালে
২১. বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
উ: ১১১টি
২২. বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
উ:
No comments:
Post a Comment