ক্রয় বিক্রয় করার আগে কিছু কথা ভাবূণ, দেখু্ বুঝুন, যাচাই করুন ,তাড়াহুড়া করবেন না ।
১) তার ফেইস বুক আইডি দেখুন ভাল ভাবে ।
২)সেখানে তার নিজের ছবি আছে কিনা দেখুন ।হা অনেকে আছেন ছবি নাই প্রোফাইল এ কিন্তু লেনদেন রেকর্ড ভালো । যা সবার ক্ষেতরে নয় ।২/১ টি ভীণ্ণো ঘটনা থাকে সবাই এক নয় ।
৩)দেখুন কে বা কারা তার বন্ধু লিস্টে আছে এবং তাদের কাওকে আপনি চিনেন কিনা ।
৪)দেখুন তার ঠিকানা কোথায় ,সেইখানে কে আছে আপনার পরিচিত ।
৫) তার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা ,কথা বলে,যেকোনো আলাপ করুন ,নিশ্চিত হন ।
৬)না দেখে ,না বুঝে অন্তত কারো নিশ্চয়তা ছারা আগাম টাকা দিব না , নিব নাহ ।
৭)দেখুন ঐ এলাকার কাওকে আপনি চিনেন কিনা ,বা এমন কেঊ আছে যে উনার সাথে লেনদেন করেছেন ।
৮) নিশ্চিত হন ঐ কবুতর উনার কিনা , যে ছবি পোষ্ট এ দিছে তা ছারা ,কিছু আলাদা ছবি নেন যা থেকে বুঝা যায় উনার কিনা , ভিডিও নিন ।
খেয়াল করেন অন্য কারো কবুতর এর ছবি দিছে কিনা ।ণেট বা পরিচিত কারো ।
৯)মূল্য বুঝুন অনেকে বেশি দামের কবুতর কম দামে বিজ্ঞাপন দেয় , আপণাকে লোভ দেখাতে , ফাঁদে ফেলতে , আপণে ভাবূণ ভাল জানে বুঝে এমন কাঊকে জিজ্ঞাস করুন ।
১০)কথার ফাঁদে পড়বেননা ,তারা বলে অনেকে নিতে চায় তাড়াতাড়ি কনফার্ম করেন । অগ্রিম টাকা দিন । কিছু টাকা বিকাশ করেন । ভুলে ও তা করবেন নাহ ।
১১) পূর্বের লেনদেন রেকর্ড আছে কিনা , দেখেন কাঊকে পাণ কিনা যাদের সাথে লেনদেন হয়েছে । অনেক সময় পোস্ট করা নাম্বার বা উনার নাম দিয়া সার্চ দিলে অ পোস্ট পাওয়া যায় । যাচাই করা সহজ ।
১২) বিক্রেতার পক্ষের লোকের বা তার নিজের ফেইক আই ডি দিয়া ভুয়া আকর্ষণ দেখান হতে পারে , যেমন ওয়াও , অনেক ভাল জাত ? বা ভাই এই জাত আমি নিচিলাম অনেক ভাল উরে ? ছাড়লে আসে , ৪০/৫০ / ৬০ কিলো টস করছি ভাই । ওহ বিক্রি হয়ে গেছে আর নাই ? আমার লাগবে ? নিখুঁত ভাবে যাচাই করেন , ভালো ভাবে খোজ খবর নিন । তারা বলবে ভাই গোপন অনেকে নিতে চায় তাই কাঊকে জানাবেন নাহ ।
অনেকে গোপোণে কিণে পোস্ট করছে ৫০ কিলো জাত ? পরে আস্তে আস্তে জাণা গেলো কোথা থেকে ণীচেণ ? কার থেকে ? আমি তো ভাই ঐ এলাকাড় ,ঐ লোক জীবনে কবুতর ঊড়ায় নাই বাজি বা টস তো পরে ।
অনেকে পোস্ট করার পর জাণা গেলো বাজা কবুতর যা অনেকেই জানে কিন্তু ঊণাকে জাণায় নাই ।
আমি মনে করি আমরা একটু খেয়াল করলে অন্তত অনেক কিছু থেকে এড়িয়ে চলতে পারব ইনশাল্লাহ ।
বিঃ দ্রঃ
******আল্লাহ্ মালিক। উনি যা আপনার জন্য রাখছেন তা আপনি পাবেন যা আপনার জন্য নাহ তা না পেলে তা নিয়া মনখারাপ করবেন্নাহ । আমাদের বেশী ক্ষতি করে , তারা হূড়া , লোভ , টাকার গরম , জানার অভাব মণে রাখবেন আপনার বোকামির জন্য জন্ম ণেয় একজন প্রতারক , ক্ষতি হয় আরও ৫০ জন এর ।
No comments:
Post a Comment