eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, May 6, 2018

১২. খামারির কিছু জরুরি সতর্কতা

খামারির কিছু জরুরি সতর্কতা প্রত্যেক খামারিকেই কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হয়, আর এগুলো যদি সঠিক ভাবে মেনে চলা হয় তাহলে, আশা করা যাই তিনি সফল ভাবে খামার পরিচালনা করতে সক্ষম হবেন। যেমনঃ

 (১) খামার ভেজা বা স্যাঁতসেঁতে রাখবেন না।

 (২) কবুতর অসুস্থ হলে আগে আলাদা করে ফেলবেন দুর্বল হলে Rice ORS (Human Medicine Square Pharma) স্যালাইন দিবেন । 

(৩) পানি অবশ্যই জীবাণু মুক্ত অথবা ফুটানো দিবেন বা নলকূপের বা ফিল্টার এর বা পানিতে Hameco pH ১ মিলি /১ লিটার (Hameco Agro BV Holland, Square Pharmaceuticals Ltd ) ব্যাবহার করে জীবাণু মুক্ত করে ব্যাবহার টা দিবেন। 

(৪) খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করবেন। নিয়মিত Viodin Vet10 (SPL) ৫মিলি/১লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন ও ফুটবাথে ব্যাবহার করবেন। 

(৫) খামারে দরশনাথী প্রবেশ সীমিত করবেন বা নিষেধ করবেন। 

(৬) নিয়মিত টীকা দেবেন। পিজিয়ন পক্সঃ (সরকারী) ৩-৭ দিন বয়সে পাখার ত্রিকোণাকৃতি মাংসবিহীন চামড়া খূঁচিয়ে ৩ মিলি পানিতে ২০০ কবুতরের জন্য প্রয়োগ করবেন। রাণীক্ষেত রোগের জন্যঃ বিসিআরডিভি–৭ দিন ও ২২-২৮ দিন বয়সে বুস্টার ডোজ ১ ফোঁটা ১ চোখে ৬ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরের জন্য প্রয়োগ করবেন। Clone-30, ২ মাস ও তদুর্ধ্ব ২ ফোটা করে কবুতরকে মুখে খাওয়াবেন 

(৭) যেকোন ঔষধ/ভিটামিন যেন রোদে না রাখা হয় সেটা খেয়াল রাখবেন। বা কোন ঔষধ বা ভিটামিন ৬-৮ ঘণ্টার বেশি রাখবেন না। 

(৮) চোখের রোগের জন্য কোন চোখের ড্রপ ৫ দিনের বেশি ব্যাবহার করবেন না। 

(৯) ভিটামিন বা কোন ঔষধ দলা বেঁধে গেলে আর ব্যাবহার করবেন না। 

(১০) ভিটামিন ব্যাবহারের পর যদি হলুদ/পানির মত বা সবুজ ধরনের পায়খানা করে, তাহলে ওই ভিটামিন আপাতত ব্যাবহার করবেন না। 

(১১) অনর্থক কবুতর কে ধরবেন না। বা ডিম চালার সময় বেশি নারানারি করবেন না এতে প্রলাপ্স হয়ে যেতে পারে। 

(১২) না বুঝে বা না যেনে কোন এন্টিবায়োটিক ব্যাবহার করবেন না প্রয়োজনে অভিজ্ঞের পরামর্শ গ্রহন করবেন। 

(১২) অধিক পরিমাণে অ্যান্টিবায়টিক ব্যাবহার করবেন না। 

(১৩) অ্যান্টিবায়টিক ব্যাবহারের ৩ দিনের মধ্যে খেয়াল করবেন যে পায়খানার রঙ পরিবত্তন হচ্ছে কিনা? যদি না হয় তাহলে অভিজ্ঞের পরামর্শ গ্রহন করবেন ও অন্য অ্যান্টিবায়টিক ব্যাবহার করতে হবে। 

(১৪) অ্যান্টিবায়টিক ব্যাবহারের পর অবশ্যই probiotic হিসেবে Biolact Bolus (Square Pharmaceuticals) ১টি টাবলেট ৩ লিটার পানিতে দিতে হবে। তাহলে আবার উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। 

(১৫) নিয়মিত কৃমি মুক্ত করতে Almex-Vet Bolus 600mg ১টি ট্যাবলেট ৪০ টি কবুতর হিসেবে ২ ঘন্টার পানিতে ব্যাবহার করবেন।

 (১৬) কৃমি নাসক ব্যাবহার করার পর পানিতে Electromin Powder (Squqre Pharmaceuticals) ২.৫ গ্রাম/লিটার পানিতে ব্যাবহার করাবেন। 

(১৭) কৃমি নাসক ব্যাবহার করার পরদিন থেকে Liva Vit (Hameco Agro BV Holland, Square Pharmaceuticals) ১মিলি/১লিটার পানিতে ৬-৮ ঘন্টা ব্যাবহার করবেন। 

(১৮) নিয়মিত প্রতি মাসে ৫ দিন করে E-Sel Liquide (Square Pharmaceuticals) ১ মিলি/ ১ লিটার পানিতে ব্যাবহার করবেন উৎপাদন ধরে রাখার জন্য। 

(১৯) নিয়মিত ডিম ও বাচ্চা পেতে প্রতি মাসে Calplex (X-Vet GmbH, Germany. Square Pharmaceuticals) ২মিলি/১লিটার পানিতে ও Es-ADE (Square Pharmaceuticals) ১মিলি/১.৫ লিটার পানিতে ব্যাবহার করবেন ৭ দিন।

 (২০) দীঘ সময় উৎপাদন ধরে রাখতে ব্যাবহার করুন Alkosel Powder (Lalimand, Fracne, Square Pharmaceuticals) ১ গ্রাম/ ৫ জোড়া কবুতর।

বিভিন্ন ভিটামিন, খনিজ উপাদান ও এমাইনোএসিড এর প্রয়োজনিয়তা ভিটামিন-এ/রেটিনাল এর ঘাটতি: দৃষ্টিশক্তি হ্রাস পায়, দেহে ক্ষত হয়, এবং অক্ষিঝিল্লির প্রদাহ দেখা দেয়। ক্ষুধা কমে যায়, দৈহিক বৃদ্ধি ও পালকের গঠণ ব্যাহত হয়। উৎপাদ ও ডিম তা দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। স্মাধান ঃ নিয়মিত ভিটামিন, প্রিমিক্স ও মিনারেল প্রদান অথবা ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য প্রদান করতে হবে। (ডিবি ভিটামিন ১০০গ্রাম। হেমিকো এগ্রো হল্যান্ড, স্কয়ার ফার্মা। গ্রীট এর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। অথবা ইএস-এডিই ১মিলি/২লিটার পানির সাথা ৮ ঘন্টা হিসেবে খাওয়াতে পারেন।) ভিটামিন বি ১/ থায়ামিন: ঘাড়ের পক্ষাঘাতের ফলে ঘাড় পেছন দিকে করে আকাশের দিকে মুখ করে থাকে, চলনে অসঙ্গতি পরিলক্ষিত হয়। পা, ডানা ও ঘাড়ে পক্ষাঘাত হয়। থায়ামিন টি সি এ সাইকেল এর এক টি গুরুত্ব পূর্ণ উপাদান যা কার্বোহাইড্রেট মেটাবলিজম ও শক্তি উৎপাদনে সহায়তা করে। সমাধান ঃ ভিটামিন বি ১ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান। প্রিথি ডাব্লিউ (স্কয়ার ফার্মা।)এস ১ গ্রাম/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ২/ রাইবোফ্ল্যাভিনঃ ছানার পা পক্ষাঘাতগ্রস্ত হয়। পরে নখ বা আঙ্গুল বাঁকা হয়ে যায়। ছানার দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। সমাধান ঃ ভিটামিন বি ২ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান করতে পারেন। প্রিথি ডাব্লিউ এস (স্কয়ার ফার্মা।) ১ গ্রাম/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ৩/ নিকোটিনিক অ্যাসিডঃ অভাব হলে অপুষ্টি রোগ দেখা দেয়। এর প্রাথমিক লক্ষণ হল ত্বকের যে অংশ সরাসরি সূর্যের আলো পায় সে অংশে বিভিন্ন স্ফোটক উদগত হয় যাতে মনে হয় সূর্যের আলোয় সে অংশ পুড়ে গেছে। সমাধান ঃ ভিটামিন বি ৩ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান। বিসিভিট ভেট(স্কয়ার ফার্মা) ১ গ্রাম/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ৫/ প্যান্টোথেনিক অ্যাসিড: নখ বা আঙ্গুল বাঁকা হয়ে যায়। বৃদ্ধি ব্যাহত হয় ও চর্ম রোগ হয়। পা ও চোখের চারিপাশে নেক্রোসিস হয়। ডিমের উর্বরতা হ্রাস। সমাধান ঃ ভিটামিন বি ৫ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান। বিসিভিট ভেট স্কয়ার ফার্মা) ১ গ্রাম/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ৬/পাইরোডক্সিন: ছানার বৃদ্ধি ব্যাহত হয়, ক্ষুধামন্দ্যা দেখা দেয়, প্যারালাইসিস ও পেরোসিস হতে পারে। সমাধান ঃ ভিটামিন বি ৬ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান করতে পারেন। প্রিথি ডাব্লিউ এস (স্কয়ার ফার্মা))১ গ্রাম/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ৭/ বায়োটিন: ভিটামিন বি ৭/বায়োটিনের অভাবে ক্ষুধামন্দা, অন্তঃত্বকের কিছু রোগ, লোম পড়ে যাওয়া এবং অ্যানিমিয়া দেখা দেয়। ডিমের উর্বরতা হ্রাস ও চর্ম প্রদাহ দেখা দেয়। সমাধান ঃ ভিটামিন বি ৭ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান করতে পারেন। লিভা ভিট (হেমিকো এগ্রো হল্যান্ড, স্কয়ার ফার্মা।) ১ মিলি/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন বি ১২/ সায়ানোকোবালামিন: বৃদ্ধি ব্যাহত হয় ও রক্তশূন্যতা দেখা দেয় ডিমের উর্বরতা হ্রাস পায়। ভিটামিন বি ১২ সমৃদ্ধ প্রিমিক্স ও মিনারেল প্রদান। ভিটামিন বি ১২ সমৃদ্ধ খাদ্য প্রদান করতে পারেন। লিভা ভিট (হেমিকো এগ্রো হল্যান্ড, স্কয়ার ফার্মা।) ১ মিলি/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন সি/ এসকরবিক এসিড ঃ ঘা শুকানো, ধকল প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা মুলত এই ভিটামিনের কাজ। সমাধান ঃ লেবু জাতিয় ফলে এই ভিতামিন পাওয়া যায়। সিভিট ভেটঃ ১গ্রাম/৫ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা এনভিট-সিঃ ৩ মিলি/ ১ লিতার পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। ভিটামিন ডি/ক্যাল্সিফেরল এর ঘাটতি: হাড় নরম ও বাঁকা হয়ে যায়, ক্যালসিয়াম এর শোষণ কমে যায় তাতে হাড়ের গঠন ও ডিম উৎপাদন ও তা দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। সমাধান ঃ ভিটামিন ডি ও মিনারেল প্রিমিক্স প্রদান, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার প্রদান করতে হবে। ক্যালপ্লেক্স (এক্স ভেট জার্মান, স্কয়ার ফার্মা) ২ মিলি/১লিটার পানিতে মিশিয়ে অথবা ইএস-এডিই (স্কয়ার ফার্মা) ১মিলি/২লিটার পানির সাথা ৮ ঘন্টা হিসেবে খাওয়াতে পারেন।) ভিটামিন ই/টোকোফেরল : ডিমের উর্বরতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এনসেফালোম্যালাশিয়া রোগ হয়, পক্ষাঘাতের ফলে চলতে অসঙ্গতি দেখা দেয়। বুক ও পেটের নিচে তরল পদার্থ জমে, ইডিমা হয়। সমাধান ঃ সেলিনিয়ামসহ ভিটামিন ই প্রদান করতে হবে। ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ই সেল পাউডার/লিকুইড (স্কয়ার ফার্মা) ৩গ্রাম/১ কেজি গ্রীট অথবা ১মিলি/১লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন কে: রক্তক্ষরণের কারণে রক্তশূন্যতা দেখা দেয়। সমাধান ঃ ভিটামিন কে প্রিমিক্স ও মিনারেল প্রদান। ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য প্রদান। কে-১০ পাউডার ১ গ্রাম/ ৫ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। ভিটামিন এম/ ফলিক এসিড: রক্তশূন্যতা দেখা দেয়। বৃদ্ধি ব্যাহত হয় ও পালক কম গজায়।ফলিক এসিড সমৃদ্ধ প্রিমিক্স সাথে আয়রন ও ম্যানগানিজ প্রদান করতে হবে। ফলিক এসিড সমৃদ্ধ খাদ্য প্রদান। লিভা ভিট ১ মিলি/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। খনিজ পদার্থ ঃ সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন, ম্যানগানিজ, কপার এন্ড কোবাল্ট, আয়রন : হাড় গঠন ও বৃদ্ধি ব্যাহত হয়। ডিমের খোসা নরম হয়। রক্তশূন্যতা দেখা দেয়। পেরোসিস ও প্যারালাইসিস হয়। স্মাধান ঃ নিয়মিত ভিটামিন, প্রিমিক্স ও মিনারেল প্রদানকরতে হবে। ডিবি ভিটামিন ১০০গ্রাম পাউডার (হেমিকো এগ্রো হল্যান্ড, স্কয়ার ফার্মা।) গ্রীট এর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। পাখিকে নিয়মিত ভিটামিন, খনিজ সমৃদ্ধ প্রিমিক্স ও খাদ্য প্রদান করতে হবে। এমাইনোএসিডঃ দেহের ক্ষয় পুরুন ও বৃদ্ধি সাধন এবং ডিমের উৎপাদন বৃদ্ধিতে আমিষ বিভিন্ন প্রকার এমাইনো এসিড সরবরাহ করে যা দেহ গঠনের জন্য অত্যাবশ্যক। সমাধানঃ পাখিকে এমাইনো এসিড সমৃদ্ধ খাদ্য সরবরাহ করতে হবে। বুস্টব্রিড-এন অথবা প্যানামিন (এক্স ভেট জার্মান, স্কয়ার ফার্মা) ১ মিলি/ ১ লিটার পানির সাথে মিশিয়ে ৮ ঘণ্টা হিসেবে খাওয়াতে পারেন। Md Kamruzzaman

LikeReactCommentShare

45

Hossain Siddiqui

ধন্যবাদ ভাই।। এটা ফাইলে সেভ করে রাখার জন্য।। 👌👌

Edited · 2 · Like · React · Reply · Report · 5 July 2017

Milon Sk

ধন্যবাদ জানাই আপনাকে ভাইয়া।

Like · React · Reply · Report · 5 August 2017

Wahidul Islam

কবুতরে এতো অসুখ হয়

Like · React · Reply · Report · 21 August 2017

Nasir Uddin Ahmed

মাইন্ডব্লোইং রিচার্স & ইনফরমেশন 😍
আমার কাছে বর্তমানে ১৮ টি কবুতর আছে।

৬ নাম্বার পয়েন্টের যে টিকার বর্ণনা আছে তা ২০০ কবুতরের, তাহলে আমাকে কি রিমাণ ব্

No comments:

Post a Comment