আজকের প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
পরীক্ষা হয়েছে ২০
১. 7P^2-P-4 এর একটি উৎপাদক হবে-p-4
২. লম্ফ প্রদান করিল এর চলিত রুপ- লাফ দিল
3. x+y=12 and x-y=8 হলে xy=? – 20
৪. The word American is- Both Noun and Adjective
৫. দুটি সংখ্যার লসাগু ও এর গুণফল সংখ্যা দুটির- কোনটিও নয়
৬. মোডেমের মাধ্যমে কম্পিঊটারের- ইন্টানেট সংযোগ করা হয়
৭. He is confident …. successes- To
৮. দহগ্রাম ছিটমহল কোন জেলায়- লালমনিরহাট
৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?- ৩৬০°
১০.White elephant meaning- A very costly and troublesome possession .
১১. দিবারাত্রির কাব্য কার লেখা- মানিক বন্দ্যোপাধ্যায়
১২. Correct sentence- The man appears to be stronger than any other living man
১৩. কোনটি বৃটিশ আমলের স্থাপত্য- কার্জন হল, ঢাকা।
১৪. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি- মনস্+ঈষা
১৫. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?- ৪৬ টকা
১৬. কাজী নজরুলের স্মৃতি বিজরিত ময়মনসিংহ এর- দরিরামপুর
১৭. তিস্তা নদীর উৎপত্তিস্থল- সিকিমের পর্বত অঞ্চল থেকে
১৮. কোন সংখ্যার বর্গমুলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?- ৩৬
১৯. The chairman and Secretary —present at last meeting- was ( The chairman and Secretary same person) . If The chairman and the Secretary —present at last meeting- then answer- were
২০. Which of the following adverb- Someday
২১. বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয়- বনানী ( বনানী মানে- বন)
বৃক্ষগাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ, শিখরী
২২. মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়- ১৪ ডিসেম্বর ১৯৭১
২৩. মানবদেহের কোষে কত জোড়া ক্রোমজোম থাকে- ২৩ জোড়া
২৪. Correct sentence: Airport is a busy place.
২৫. ধীমান অর্থ- বুদ্ধিমান
২৬. সরকারের কর বহির্ভূত রাজস্ব – টোল ও লেভী কি
২৭. Correct Sentence: The shirt which he has bought is blue in color.
২৮. বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৯.ইউরিয়া সারের সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?- ৪৬ ভাগ
৩০.
৩১. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- পার্থক্য বা ভেদাভেদ
৩২. Common gender- Teacher
৩৩. ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে- পক প্রণালী
৩৪. কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- ইউনেস্কো
৩৫. a² + 1/a²= 2 হলে a-1/a=? – Ans: 0
৩৬. সারাংশে নিচের কোনটি প্রয়োজন নেই- অলঙ্কার
৩৭. চলিত রীতির শব্দ- তুলা
৩৮. A Tale of Two Cities written by – Charles Dickens
৩৯. সম্বোধন এর পরে বসে- কমা
৪০. অনিল বাগচীর একদিন এর লেখক- হুমায়ূন আহমেদ
৪১. যে পরিমান খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ওই পরিমান খাদ্য কতজনের ৬ সপ্তাহ চলবে?- ৬০০ জন
৪২. Fill in the Gap: Today ——people who enjoy cricket is bigger than that of 30 years ago. – the number of
৪৩. CPU এর পূর্ণরূপ কী ? -Central Processing Unit
৪৪. উভয় লিঙ্গ- মানুষ
৪৫. Antonym of word delete- Insert
৪৬. ‘কর্মে যার ক্লান্তি নেই‘- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? – অক্লান্ত কর্মী
৪৭. সঠিক বানান- Achievement
৪৮. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? উত্তর- ৪১ ফুট
৪৯. Passive form: Who did this? – By whom was this done
৫০. হাভাতে অর্থ – হতভাগ্য
৫১. অংক- উত্তর- ৩
৫২. Narration: He said, I can do the work – He said that he could do the work
৫৩. We could not buy anything because — of the shops was open – None
৫৪. কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়- আলবেনিয়া
৫৫. Correct spelling: diarrhea
৫৬. পিসি কালচার-মৎস্য চাষ
৫৭. A child likes sweet only. (Negative form) – A child likes none but sweets
৫৮. জি-৮ এর সদস্য নয়- সুইডেন
৫৯. Rahim discourages me– borrowing – from
৬০. স্বাধীনতা যুদ্ধের সেক্টর- ১১
৬১. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত- ১০%
সমাধানঃ দেওয়া আছে, P1= 500 টাকা
n1=4 বছর , P2=600 টাকা এবং , n2= 5 বছর।
ধরি, মানাফার হার = x%
আমরা জানি, I=Prn
শর্তমতে,
P1r1n1 + P2r2n2 = 500
বা, (৫০০×x/100 × 4 ) + ( 600 × x/100 × 5) = 500
বা, ২০x + 30x = 500
বা, ৫০x = 500
বা x = ৫০০/৫০
= ১০
নির্ণেয় মুনাফার হার = ১০%
৬২. একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?– ১৫০
৬৩. একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?- ২০ মিটার
৬৪. চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায়…….. ১ কেজি চালের পুর্বমুল্য কত? – উত্তরঃ ২৫
৬৫. অংক- উত্তর- .১
৬৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব- বীরশ্রেষ্ঠ
৬৭. বজ্রপাতের সময় থাকতে হবে- গুহার ভেতরে বা মাটিতে শুয়ে
৬৮. Opposite of Liability- Asset
৬৯. টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে-
৭০. অংক- উত্তর- ২০০০
৭১. অংক- ৬২.৫
৭২. কপোত অর্থ –কবুতর
৭৩. সংযোজ্ঞাপক সর্বনাম- যে
৭৪. যার আগমনে কোন তিথি নেই- অতিথি
৭৫. সঠিক বানান- ষাণ্মাসিক
৭৬. সঠিক বানান- নিশীথিনী
৭৭. গাছের অংক- ২১০
৭৮. সংশয় এর বিপরীত- প্রত্যয়
৭৯. উত্তরা গণভবন কোথায়- নাটোর
৮০. কুসুম্বা মসজিদ কোথায়- নওগাঁ
পরীক্ষার প্রশ্নঃ
No comments:
Post a Comment