কথা ও সুরঃ সুধীন দাসগুপ্ত
কন্ঠঃ শ্যামল মিত্র (১৯৬১)
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষনেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।।
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি।।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা।
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।।
No comments:
Post a Comment