বাংলাদেশের সংবিধান সংশোধন হয়েছে ১৬ বার
* শেখ মুজিবুর রহমান = ৪ বার।
মনে রাখার কৌশলঃ যুদ্ধ ,,, জরুরী ,,,সীমানার জন্য ,,, রাষ্ট্রপতি।
১) যুদ্ধ= যুদ্ধপরাধীদের বিচার (১৭ই জুলাই ১৯৭৩)
২) জরুরী = জরুরী অবস্থা ঘোষনা যা শুধু রাষ্ট্রপতি কর্তৃক (২২ শে সেপ্টেম্বর ১৯৭৩)
৩) সীমানার জন্য= বেরুবাড়ী ভারতকে হস্তান্তর (২৮ শে নভেম্বর ১৯৭৪)
৪) রাষ্ট্রপতি= একদলীয় রাজনীতী বাকশাল (২৫ শে জানুয়ারী ১৯৭৫)
* জিয়াউর রহমান=১ বার
৫) সামরিক শাসনের বৈধতাঃ
(১৫ আগষ্ট ১৯৭৫ থেকে ৫ই এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সব বৈধ (৬ই এপ্রিল ১৯৭৯)
* আবদুর সাত্তার =১ বার
৬) উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন ( ১০ ই জুলাই ১৯৮১)
* হুসাইন মোহাম্মদ এরশাদ= ৪ বার।
মনে রাখার কৌশলঃ বৈধ করল,,, ইসলাম,,, দুই,,, নারী।
৭) বৈধ করল= নিজেকে অর্থাত্ সামরিক শাসন (১০নভেম্বর১৯৮৬)
(১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০নভেম্বর)
৮) ইসলাম= রাষ্ট্রধর্ম (৭ই জুন ১৯৮৮)
৯) দুই= রাষ্ট্রপতি ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা (১০ই জুলাই ১৯৮৯)
১০) নারী= ৩০টি আসন মহিলা ১০বছরের জন্য সংরক্ষন (১২ই জুন ১৯৯০)
* খালেদা জিয়া=৪ বার।
মনে রাখার কৌশলঃ SSC PASS NARI
১১) S= সাহাবুদ্দীনের স্বপদে ফিরে যাবার বিধান (৬ আগষ্ট ১৯৯১)
১২) S= সংসদীয় পদ্ধতির সরকার পুনঃ প্রবর্তন ( ৬ আগস্ট , ১৯৯১)
১৩) C= নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন (২৭ মার্চ , ১৯৯৬ )
১৪) NARI= নারীদের জন্য ৪৫ আসন সংরক্ষণ ( ১৬ মে , ২০০৪ )
* শেখ হাসিনা = ২ বার।
১৫) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল ( ৩০ জুন , ২০১১ )
১৬) বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে প্রদানের জন্য এই সংশোধনটি আনা হচ্ছে।
বিস্তারিতঃ bit.ly/2NXlhsz
No comments:
Post a Comment