eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, July 17, 2018

G.K

@বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেবেল ডোমেইন হলো---
---- ডট বিডি(.bd)
@বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো----
----ডট বাংলা(.bangla)
@বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়---
--- জামদানি
@অপারেশন থান্ডার বোল্ট চালানো হয় কত তারিখে?
--- ১ জুলাই,২০১৬
@ভ্যাটিকানে প্রথম বাংলাদেশি হিসেবে কার্ডিনাল হন----
--- ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও
@স্মার্ট কার্ড কত প্রকার?
--- দুই প্রকার
@স্মার্ট কার্ডে কত রকমের সেবা পাওয়া যাবে?
--- ২২ রকমের সেবা
@বাংলাদেশের সকল নাগরিকদের কাছে কত তারিখের মধ্যে স্মার্ট তুলে দেওয়া হবে?
--- ৩১ ডিসেম্বর,২০১৭
@বাংলাদেশের নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয় কবে?
--- ২ অক্টোবর,২০১৬
@সম্প্রতি আওয়ামী লীগ কত তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়?
--- ২০তম৷
@সম্প্রতি (১৭ অক্টোবর,২০১৬) বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফর করেন জিম ইয়ং কিম?
--- পঞ্চম
@অতিদারিদ্র্যের সূচকে বিশ্বের ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
---- ৬৪তম
@সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী অতিদারিদ্র্যের হার কত?
---১১.২%
@বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী ২০৩০ সালে দারিদ্রের হার কমে দাঁড়াবে ---
--- ৫.৩৩ শতাংশ
@বিশ্বব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কত?
--- ১২.৯ শতাংশ
@বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎের "স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড" এর জন্য 'মোমেন্টাম অব চেঞ্জ অ্যাওয়ার্ড' পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
---- শাহরিয়ার আহমেদ চৌধুরী
@বাংলাদেশের কোন দুটি স্থাপনা আগাখান স্থাপত্য পুরস্কার ২০১৬ লাভ করেন?
১৷বায়তুর রউফ মসজিদ,ফাতেয়াবাদ,উত্তরা,ঢাকা৷
২৷ ফ্রেন্ডশিপ সেন্টার, ফুলছড়ি, গাইবান্দা৷
@বায়তুর রউফ মসজিদের স্থপতি কে?
--- মেরিনা তাবাসসুম
@ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কে?
--- কাশেফ মাহবুব চৌধুরী
এখানে উল্লেক্ষ যে বায়তুর রউফ মসজিদ সুলতানী আমলের আদলে তৈরি করা হয়েছে এবং ফ্রেন্ডশিপ সেন্টারে বাংলা বৌদ্ধ বিহার মহাস্থানগড়ের ছাপ রয়েছে
@বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, বিশ্বের কয়টি দেশে সাধারন যক্ষা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি?
--- ৬টি যার মধ্যে বাংলাদেশ অন্যতম

No comments:

Post a Comment