@বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেবেল ডোমেইন হলো---
---- ডট বিডি(.bd)
@বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো----
----ডট বাংলা(.bangla)
@বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়---
--- জামদানি
@অপারেশন থান্ডার বোল্ট চালানো হয় কত তারিখে?
--- ১ জুলাই,২০১৬
@ভ্যাটিকানে প্রথম বাংলাদেশি হিসেবে কার্ডিনাল হন----
--- ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও
@স্মার্ট কার্ড কত প্রকার?
--- দুই প্রকার
@স্মার্ট কার্ডে কত রকমের সেবা পাওয়া যাবে?
--- ২২ রকমের সেবা
@বাংলাদেশের সকল নাগরিকদের কাছে কত তারিখের মধ্যে স্মার্ট তুলে দেওয়া হবে?
--- ৩১ ডিসেম্বর,২০১৭
@বাংলাদেশের নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয় কবে?
--- ২ অক্টোবর,২০১৬
@সম্প্রতি আওয়ামী লীগ কত তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়?
--- ২০তম৷
@সম্প্রতি (১৭ অক্টোবর,২০১৬) বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফর করেন জিম ইয়ং কিম?
--- পঞ্চম
@অতিদারিদ্র্যের সূচকে বিশ্বের ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
---- ৬৪তম
@সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী অতিদারিদ্র্যের হার কত?
---১১.২%
@বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী ২০৩০ সালে দারিদ্রের হার কমে দাঁড়াবে ---
--- ৫.৩৩ শতাংশ
@বিশ্বব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কত?
--- ১২.৯ শতাংশ
@বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎের "স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড" এর জন্য 'মোমেন্টাম অব চেঞ্জ অ্যাওয়ার্ড' পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
---- শাহরিয়ার আহমেদ চৌধুরী
@বাংলাদেশের কোন দুটি স্থাপনা আগাখান স্থাপত্য পুরস্কার ২০১৬ লাভ করেন?
১৷বায়তুর রউফ মসজিদ,ফাতেয়াবাদ,উত্তরা,ঢাকা৷
২৷ ফ্রেন্ডশিপ সেন্টার, ফুলছড়ি, গাইবান্দা৷
@বায়তুর রউফ মসজিদের স্থপতি কে?
--- মেরিনা তাবাসসুম
@ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কে?
--- কাশেফ মাহবুব চৌধুরী
এখানে উল্লেক্ষ যে বায়তুর রউফ মসজিদ সুলতানী আমলের আদলে তৈরি করা হয়েছে এবং ফ্রেন্ডশিপ সেন্টারে বাংলা বৌদ্ধ বিহার মহাস্থানগড়ের ছাপ রয়েছে
@বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, বিশ্বের কয়টি দেশে সাধারন যক্ষা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি?
--- ৬টি যার মধ্যে বাংলাদেশ অন্যতম
Tuesday, July 17, 2018
Tags
# Bangladesh Affairs
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Bangladesh Affairs
Labels:
Bangladesh Affairs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment