ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ এর ১৬৬৩টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের MCQ Test ও লিখিত পরীক্ষা গ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচনের ই-টেন্ডার বিজ্ঞপ্তি ।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ এর ১৬৬৩টি
{সোনালী ব্যাংক লিমিটেড এ ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেড এ ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেড এ ২৮৩টি, বাংলাদেশ
ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এ ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ৩৫১টি, রাজশাহী কৃষি উনèয়ন ব্যাংক এ ২৩১টি,
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এ ০১টি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(আইসিবি) এ
৭০টি} শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে প্রবেশপত্র ডাউনলোডকৃত ২,১৩,৫২৫ জন প্রার্থীর একই দিনে
১(এক) সেশনে অভিন্ন প্রশ্নপত্র সম্বলিত একাধিক সেটে ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে ০১
ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ Test এবং কম/বেশী ১৭,০০০ জন প্রার্থীর অভিন্ন প্রশ্নপত্রে ভিন্ন একটি তারিখে ০২
ঘন্টা ব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণান্তে মেধাক্রম ও রোল নম্বর অনুযায়ী ফলাফল তালিকা (হার্ড কপি ও
সফট কপি) প্রণয়ন ও প্রদান ।
পরীক্ষার সময়সূচী খুব দ্রুত প্রকাশ হবে।
বিস্তারিত নিচেঃ
No comments:
Post a Comment