Tuesday, November 12, 2019

কবিতা- অস্তিত্বের গন্ধ/কলমে- সুমন সাহা

কবিতা- অস্তিত্বের গন্ধ
কলমে- সুমন সাহা
(উৎসর্গ: স্নেহের মিষ্টি বোন পলিকে)

বয়স বাড়ছে.......
সময় ফুড়াচ্ছে.......
ক্যালেন্ডারের প্রত্যেকটা পাতা
                কিছু বলতে চাচ্ছে।
এই কাত হয়ে থাকা জীবনটা-
         ভূতুরে সভ্যতায়:
অস্তিত্বের গন্ধ শুকছে......

No comments:

Post a Comment