ঘুমিয়ে গেছে গোলাপ
-সুমন সাহা
ঘুমিয়ে গেছে গোলাপ।
আর জাগবে না!
কেউ জাগাতে পারবে না।
হৈ চৈ -এ আর মাতাবেনা বিশ্ব,
পিতা হয়ে আমি শংকিত!
ভাই হয়ে আমি আতঙ্কিত!
পৃথিবী দেখার আগেই
চোখ বন্ধ করে নিল সোনামুখ।
মায়ের বুকের আহাজারি চোখে রক্তাক্ত বন্যা,
সোনার টুকরা ছোঁয়া মনি
নিথর হয়ে গেল।
বাগান আলোকিত করা গোলাপটা
অকালে ঝরে গেল।
কি হবে আর কাব্য করে?
যাদের জন্য পৃথিবী সাজাতে এতো আয়োজন,
তারাই অরক্ষিত।
সুরক্ষা বেষ্টনী বলয় নড়বড়!
ভালো থাকিস মা ওপারে........
এভাবেই গোলাপরা ঘুমাবে
আর
জলসায় জমবে অমানুষের উল্লাস।
No comments:
Post a Comment