eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, November 19, 2019

কবিতা- প্রকৃতির জলসা/কলমে- সুমন সাহা

শুধুমাত্র ই-বুকের জন্য

কবিতা- প্রকৃতির জলসা
কলমে- সুমন সাহা
তারিখ- ২৪/১০/২০১৯

অমল ধবল শুভ্রমেঘের পাল তুলে,
বর্ষার কদমের হাসি শিউলিতে ভুলে,
চলে এলো ঋতুরানী শরৎ।

পালা বদলের কালচক্রে,
অনন্ত যৌবনা সুধা মেখে,
নীলাকাশের শাদা মেঘের ভেলা নিয়ে।

ফিড়ে এলো-
শিমুল তুলোর তোষকে,
কাশফুলের বালিশে,
বিলে সদ্য ফুটন্ত শাপলার চাদর আর
শুভ্রশিশিরের আদরে।

জোনাকির মৃদু-মন্দ আলোর ফোয়ারায়,
ঝিঁঝিরা আসর জমায়, ভালোবাসায়.....
পানকৌড়িরা ডুব সাঁতারে হাড়িয়ে যায়।
প্রকৃতির সাজানো এই ফুল জলসায়।

প্রেমিক যুগল ব্যস্ত প্রেম বরষনে,
শরৎ ঘুড়ে ফিড়ে আসুক-
সবার জীবনে।

সময়- রাতঃ ০৩:৩০, ব্রাহ্মণবাড়িয়া।

No comments:

Post a Comment