আনন্দে ফুসকুড়ি
- সুমন সাহা
ইট পাথরের শহর
ফুসফুস জরাগ্রস্ত
পলিথিনে আটকে পরা ড্রেনের মত
জমছে হৃৎপিন্ডে ব্লক।
জমাট বাঁধা ইলেক্ট্রিকের তারে
আকাশ বিদীর্ণ,
যেন পাখিদের বিমুক্ত আকাশে মৃত্যুযোগ।
নদীর অকাল মৃত্যু আমাদের মুখে
এখন আর নতুন করে বিষন্নতার ছাপ রাখে না।
এই তো সেদিন......
ডাক্তার বন্ধুর আমন্ত্রনে
পারি জমিয়েছিলাম মেঘনার অববাহিকায়....
আহা.. কি অপার তৃপ্তি!
নদীর এপারে সারি সারি বাঁধা নৌকার জলছাপ,
ওপারে কাশফুলের শিহরন।
অপার আনন্দের ফুসকুড়িতে প্রদাহ জানান দেয়-
মানুষিকতায় শহুরে আগ্রাসন
করছে গ্রাস জাতির বিবেক,
নিরুপায় প্রকৃতি
তাকিয়ে আছে অনাগতদের প্রান্তে
হয়তো কিছু হবে।
No comments:
Post a Comment