eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, May 19, 2020

চুমু নিয়ে অবাক করা ১০টি তথ্য!

ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে চুমু। যা একজনকে অন্যজনের আরো বেশি কাছে নিয়ে আসে। তবে এই চুমু নিয়েও আছে মজার কিছু তথ্য। যা সত্যি অবাক করার মতো!

চলুন তবে জেনে নেয়া যাক চুমু নিয়ে মজাদার কিছু তথ্য-

১> একটি সাধারণ চুম্বনে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীর চুম্বনে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন!

২> চুম্বন নিয়ে উচ্চশিক্ষা বা বিস্তারিত পড়াশোনাকে Philematology বলে!

৩> পাঁচ ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক চুম্বন দিবস।

৪> মূল ধারার সিনেমায় সবচেয়ে বেশি চুমুর রেকর্ড ১২৭ বার। Don Juan (১৯২৭ সালের) সিনেমায়!

৫> আমরা যেটাকে ‘ফ্রেঞ্চ কিস’ হিসেবে জানি ফ্রান্সে তার নাম Embrasser Avec la Langue!


৬> পুরুষদের কাছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ঠোট অ্যাঞ্জেলিনা জোলির!

৭> চুমু খেতে ভয় পান? তবে আপনার Philematology হয়েছে!

৮> প্রেমিক-প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরোন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে!

৯> বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ডের! যা তৈরি হয়েছিল ২০১০ সালের ভ্যালেন্টাইনস ডে তে। চুম্বনরত প্রেমিকযুগলকে পরে হাসপাতালে বাড়তি অক্সিজেন দিয়ে চিকিৎসা করাতে হয়েছিল।

১০> সিনেমার পর্দায় সবচেয়ে দীর্ঘ চুম্বনের রেকর্ড হচ্ছে ৩ মিনিট পাঁচ সেকেন্ডের। সিনেমার নাম “ YouÕre in the Army ” (১৯৪১ সালের)।

No comments:

Post a Comment