eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Monday, September 12, 2016

এসিড, ক্ষারক ও লবণ

● এসিডসমূহ পানিতে তৈরি করে – হাইড্রোজেন অায়ন।
● এসিডের একটি ধর্ম হলো – এটি নীল লিটমাস পেপারকে লাল করে।
● সোনায় সোহাগা তৈরির সময় স্বর্ণকাররা ব্যবহার করে – নাইট্রিক এসিড।
● অাইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময় সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে ব্যবহৃত হয় – সালফিউরিক এসিড।
● বাসাবাড়িতে সাপের উপদ্রব কমাততে যে এসিড ব্যবহার করা হয় তা হলো – কার্বলিক এসিড।
● অামাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পকস্থলীর অত্যাবশকীয় এসিড হলো – হাইড্রোক্লোরিক এসিড।
● ইস্পাত তৈরির কারখানায়, চামড়া শিল্পে ব্যবহৃত হয় – হাইড্রোক্লোরিক এসিড।
● সারকারখানায়, বিষ্ফোরকক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু অাহরণ, ও রকেটের জ্বালানির সাথে ব্যবহৃত হয় – নাইট্রিক এসিড
● কোন একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় যার উপর ভিত্তি করে তা হল – সালফিউরিক এসিড।
● অম্ল/এসিড – টক স্বাদযুক্ত।
● অাম, জলপাই ইত্যাদি নানান রকমের অাচার সংরক্ষণে ব্যবহৃত হয় – ভিনেগার বা এসিটিক এসিড।
● কেক বিস্কুট, পাউরুটি ফলানো হয় – বেকিং সোডা ব্যবহার করে।
● বাংলাদেশ নারী শিশু নির্যাতন অাইন ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি হলো – যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যু।
● অামরা সচরাচর যে সব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো হলো – অম্লীয় পদার্থ।
● কোন দ্রবণে PH মান 7 এর কম হলে তা হবে – অম্লীয় দ্রবণ।
● রক্তের PH হলো – ৭.৪
● পাকস্থলিতে খাদ্য হজম করার জন্য দরকারি PH হলো – ২
● মাটির PH – সাধারণত ৪-৮ হয়ে থাকে।
● ধাতব অক্সাইড ও হাইড্রোঅক্সাইড সমূহ হলো – ক্ষারক।
● ক্ষারকের ধর্ম হলো – এরা লাল লিটমাসকে নীল করে।
● ক্ষার হলো সেই সমস্ত ক্ষারক যারা – স্বাদযুক্ত হয়।
● নির্দেশকসমূহ – নিজেদের বরিবর্তনের মাধ্যমে কোন একটি বস্তু অম্ল, ক্ষরক না নিরপেক্ষ তা নির্দেশ করে।
● পিপড়ার কামড়ের সধ্য মূলত নিঃসৃত হয় – ফরমিক এসিড।
● ক্যালামিন হলো – এক ধরণের লোশন, যা মুলত জিংক কার্বোনেট।
● ভূমির এসিডিটিকে প্রশমিত করা যায় ও উর্বরতা ফিরিয়ে অানা যায় – ক্ষরক ব্যবহারের মাধ্যমে।
● টুথপেস্ট হলো – ক্ষারীয় পদার্থ।
● বসতবাড়িতে পরিস্কারক হিসেবে বহুল ব্যবহৃত হয় – অ্যামোনিয়াম হাইড্রোঅক্সাইড।
● সেভিং ফোম বা নরম সাবান তৈরি হয় – পটাশিয়াম হাইড্রোঅক্সাইড ও চর্বি বা তেল থেকে।
● লবণ হলো – এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদাার্থ।
● খাবার সোডার সংকেত হলো – সোডিয়াম বাই কার্বনেট
● অধিকাংশ লবণ – পানিতে দ্রবণীয়
● কিছু কিছু লবণ অাছে যারা পানিতে দ্রবীভূত হয় না। যেমন – ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট, সিলভার ক্লোরাইড।
● খাবার লবণের সংকেত হলো – NaCl
● NaCl সাধারণ লবণ বা টেবিল লবণ নামেও পরিচিত।
● টেস্টিং সল্ট নামে পরিচিত – সোডিয়াম গ্লুটামেট।
● অামরা কাপড়কাচা সোডায় যে লবণ ব্যবজার করি তা হলো মূলত – সোডিয়াম স্টিয়ারেট।
● সেভিং ফোম বা জেলে থাকে – পটাশিয়াম স্টিয়ারেট – পটাশিয়াম স্টিয়ারেট।
● কাপড়কাচা সোডার সংকেত – Na₂CO₃.10H₂O
● ফিটকিরির সংকেত হলো – Al₂(SO₄)₃.K₂SO₄.24H₂O
● তুতে এর সংকেত হলো – CuSO₄.5H₂O
● শিল্প কারখানার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় – বেশ কিছু লবণ যেমন – তুতে, মারকিউরিক সালফেট, সিলভার সালফেট।
● কোন ফলে কোন এসিড বা উপাদান
➺ পাকা কলা – অ্যামাইল অ্যাসিটেট
➺ কমলা লেবু – অ্যাসকারবিক এসিড
➺ টমেটো – ম্যালিক এসিড
➺ লেবুর রস – সাইট্রিক এসিড
➺ অাপেল – ম্যালিক এসিড
➺ তেতুল – টারটারিক এসিড
➺ অামলকি – অক্সালিক এসিড
➺ অঙ্গুর – টারটারিক এসিড
● ক্ষারক ও নির্দেশক বিক্রিয়ার ফলে রং পরিবর্তন
নির্দেশক – নির্দেশকের রং – ক্ষারকে ধারণকৃত রং
➺ লাল লিটমাস – লাল – নীল
➺ মিথাইল অরেঞ্জ – কমলা – হলুদ
➺ মিথাইল রেড – লাল – হলুদ
➺ ফেনথ্যালিন – বর্ণহীন – গোলাপি।

No comments:

Post a Comment