অ্যাথলেটিক
★ অান্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন সংস্থা (IAAF) প্রতিষ্ঠিত হয় – ১৯১২ সালে, সুইডেবনের স্টোকহোমে।
★ IAAF এর পূর্ণরূপ – International Association of Athletics Federations
★ IAAF এর বর্তমান সদর দপ্তর – মোনাকো।
★ ১৯৯১ সালের পর থেকে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।
কমনওয়েলথ গেমস
★ কমনওয়েলথভুক্ত দেশগুলের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার নাম – কমনওয়েলথ গেমস।
★ প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় – ১৯৩০ সালে।
★ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নি – ১৯৪২ ও ১৯৪৬ সালে।
★ ২০ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে, গ্লাসগো, স্কটল্যান্ড।
এশিয়ান গেমস
★ এশিয়া মহাদেশ ভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম – এশিয়ান গেমস।
★ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ১৯৫১ সালের ভারতের দিল্লিতে।
★ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ সপ্তদশ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে, দক্ষিণ কোরিয়ায়।
সাউথ এশিয়ান গেমস
★ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে, কাঠমুন্ডু, নেপাল।
★ সাফ গেমসের বর্তমান নাম – সাউথ এশিয়ান গেমস (২০০৫ সালের ১ জানুয়ারি থেকে)
★ সাফ গেমস অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।
★ সাউথ এশিয়ান গেমসে প্রথম কবে ক্রিকেট অন্তর্ভূক্ত হয় – ২০১০ সালে।
টেবিল টেনিস
★ টেবিল টেনিস খেলার টেবিলের মাপ – ৯x৫ ফুট।
★ মাটি থেকে টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা – ২.৫ ফুট।
★ বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় – ১৯২৬ সালে।
★ টেবিল টেনিস খেলার নেটের মাপ – ৬ ফুট x ৬.৫ ইঞ্চি।
★ বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম – সোয়েথ লিং কাপ।
★ এশিয়ান কাপ, উ থান্ট কাপ ট্রাফিগুলো যে খেলার সাথে জড়িত – টেবিল টেনিস।
★ জাতীয় টেবিলটেনিস প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় – ১৯৭৫ সালে।
ব্যাডমিন্টন
Sunday, September 11, 2016
অান্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রকার খেলাধুলা
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
International Affairs
Labels:
International Affairs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment