eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

অান্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রকার খেলাধুলা

অ্যাথলেটিক

★ অান্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন সংস্থা (IAAF) প্রতিষ্ঠিত হয় – ১৯১২ সালে, সুইডেবনের স্টোকহোমে।
★ IAAF এর পূর্ণরূপ – International Association of Athletics Federations
★ IAAF এর বর্তমান সদর দপ্তর – মোনাকো।
★ ১৯৯১ সালের পর থেকে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।

কমনওয়েলথ গেমস

★ কমনওয়েলথভুক্ত দেশগুলের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার নাম – কমনওয়েলথ গেমস।
★ প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় – ১৯৩০ সালে।
★ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নি – ১৯৪২ ও ১৯৪৬ সালে।
★ ২০ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে, গ্লাসগো, স্কটল্যান্ড।

এশিয়ান গেমস

★ এশিয়া মহাদেশ ভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম – এশিয়ান গেমস।
★ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ১৯৫১ সালের ভারতের দিল্লিতে।
★ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ সপ্তদশ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে,  দক্ষিণ কোরিয়ায়।

সাউথ এশিয়ান গেমস

★ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে, কাঠমুন্ডু, নেপাল।
★ সাফ গেমসের বর্তমান নাম – সাউথ এশিয়ান গেমস (২০০৫ সালের ১ জানুয়ারি থেকে)
★ সাফ গেমস অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।
★ সাউথ এশিয়ান গেমসে প্রথম কবে ক্রিকেট অন্তর্ভূক্ত হয় – ২০১০ সালে।

টেবিল টেনিস

★ টেবিল টেনিস খেলার টেবিলের মাপ – ৯x৫ ফুট।
★ মাটি থেকে টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা – ২.৫ ফুট।
★ বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় – ১৯২৬ সালে।
★ টেবিল টেনিস খেলার নেটের মাপ – ৬ ফুট x ৬.৫ ইঞ্চি।
★ বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম – সোয়েথ লিং কাপ।
★ এশিয়ান কাপ, উ থান্ট কাপ ট্রাফিগুলো যে খেলার সাথে জড়িত – টেবিল টেনিস।
★ জাতীয় টেবিলটেনিস প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় – ১৯৭৫ সালে।

ব্যাডমিন্টন

No comments:

Post a Comment