কবুতরকে ফ্লায়িং ট্রেনিং করানোর জন্য আগে ভাল ব্লাডলাইনের কবুতর কিনতে হবে।এরপর নিচের উপায়ে ট্রেনিং করাবেনঃ
১. প্রতিদিন মোট দুইবেলা খাবার খাওয়াবেন। সকালে পুরোপুরি পেট না ভরে খাওয়ালে ভাল হয়। সন্ধায় পেট ভরে খাওয়াবেন।
২. খাবারের আইটেম হিসেবে গিগজ ধান খাওয়াবেন।দেখতে কিছুটা লাল রঙের।
৩. উড়ে নামার পর প্রথমেই পেটভরে খাওয়াবেন না।উড়ে নামার ১০ মিনিট পর পোলাও চাল ভাঙা, চিনা,অথবা রেজা যেকোনো একটা খাবার অল্প পরিমানে দিবেন যাতে খাবারটা খেয়ে একটু পানি খায়।পানিতে মাঝে মাঝে গ্লুকোলাইট স্যালাইন দিবেন।এর ২০-৩০ মিনিট পর পেট ভরে খাওয়াতে পারবেন।
৪. বলে রাখা ভাল, প্রথম ১০-১২ দিন কবুতরকে একটুও না উড়িয়ে পুরোপুরি রেস্টে রাখবেন।আর উপরের নিয়মেই এই ১০-১২ দিন খাবার দিবেন।আর প্রতিদিন কমপক্ষে ৩ ঘন্টা(শীতকালে) অথবা ১ ঘন্টার কাছাকাছি সময়(গ্রীষ্মকালে)বামে বসিয়ে রোদ খাওয়াবেন।
৫. এবার আসা যাক,আসল ট্রেনিংয়ে।উপরের নিয়মে খাবার দিতে থাকবেন।রেস্টের ১০-১২ দিন শেষ হলে কবুতরকে উড়ানো শুরু করবেন।প্রথম প্রথম উড়তে না চাইলে খুব বেশি জোর করবেন না।কয়েকদিন গেলে এমনিই ঠিক হয়ে যাবে।
৬. উড়তে না চাইলে লম্বা কঞ্চি বা লাঠির মাথায় লাল কাপর বা পলিথিন বেধে ভয় দেখিয়ে উড়াবেন।অথবা হাততালি বা শিষ বাজিয়ে উড়াতে পারেন।
৭. প্রতিদিন ১ বার উড়ালে ভাল হয়। এতে পাখনার স্ট্যামিনা ভাল থাকে।২ বার ও উড়াতে পারেন তেমন কোনো সমস্যা নেই।
৮. ভুল করেও বাতাস,ঘন কুয়াশা আর কাঁচা রোদ(সকালের সোনালি রঙের রোদ হয় অনেক সময় যেটা চোখে খুব লাগে) এই তিন অবস্থায় কবুতর উড়াবেন না।
৯. যদি কখনো মনে হয় কবুতরের পাখনার স্পিড কমে যাচ্ছে তবে ২ দিন ফুল রেস্টে রেখে মিক্সড খাবারটা দিবেন শুধুমাত্র অই দুই দিনের জন্য।
বিঃদ্রঃ উড়ানোর ট্রেনিং এর কবুতরের নর-মাদি আলাদা খাচায় রাখতে হবে।কোনো ডিম-বাচ্চা করাবেন না যে ৩ মাস উড়াবেন এই তিন মাস।
রেস বা পাল্লার জন্য ট্রেনিং
আর রেস বা পাল্লার জন্য ট্রেনিং করতে হলে উপরের নিয়মে কমপক্ষে ছয় মাস উড়াবেন। এর পর আবহাওয়ার অবস্থা ও সময় বুঝে বাসা থেকে চারদিকে ১ কিলোমিটার দূরে নিয়ে প্রত্যেক স্থানে দুইদিন করে মোট আটদিন কবুতর ছাড়বেন।এই গেলো ১ কিলোর পাল্লা। এরপর ছাড়বেন বাসা থেকে ৩ কিলো দূরে চারদিন মোট আটদিন। এভাবে ৫,৮,১০,১৩,১৬,২০,২৫,৩০,৩৫,৪০,৪৫ কিলো দূরে বাসা থেকে চারদিকে গিয়ে ছাড়বেন।মনে রাখবেন প্রত্যেক স্থান থেকে দুইবার করে ছাড়তে হবে।এভাবে ছাড়াছাড়ি করলে আপনিই বুঝবেন কখন আপনার কবুতর টুর্নামেন্ট খেলার জন্য যোগ্য হয়েছে।
বিঃদ্রঃপাল্লায় যেসব কবুতর রেস বা পাল্লায় দিবেন সেগুলোর বয়স যেন ৮ মাসের বেশি হয়।পালক ঝরছে এমন অবস্থায় পাল্লায় কবুতর না দেয়া ভাল।পুরান পালক ওয়ালা কবুতর পাল্লায় দিবেন না।সামান্যতম অসুস্থ কবুতর পাল্লায় দিবেন না। রেস বা পাল্লা যেদিন দিবেন সেদিন এবং তার পরের দিন কবুতরকে ভুলেও উড়াবেন না। পুরোপুরি রেস্ট দিবেন।
102
ভাই,,,আমার কবুতর গুলোকে প্রতিদিন সকালে উড়ানোর চেষ্টা করি,,,তবে উড়ে না,,অন্য জায়গায় গিয়ে বসে থাকে,,,এখন আমার কি করা উচিত
3 · Like · React · Reply · Report · 27 October 2017
2 · Like · React · Reply · Report · 28 October 2017
f
Like · React · Reply · Report · 28 October 2017
ভাই ব্লাডলাইনের কবুতর মানে কি
Like · React · Reply · Report · 16 January
ভাই কবুতর ঊরে না কি কোরলে কবুতর ঊড়বে ????
Like · React · Reply · Report · 21 January
masa allah
Like · React · Reply · Report · 23 January
ভাই আমার ৭টা গিরিবাজ কবুতার আছে এগুলো উরে না এবং ডিকবাজি দেয় না এই গুলোকে এখন কি ভাবে ডিকবাজি এবং উরাতে পারবো বলে দেন না ভাই
Like · React · Reply · Report · 31 January
Soikot Islam replied · 6 replies
দেশি কবুতর কি উড়ানোর জন্য যোগ্য?
1 · Like · React · Reply · Report · 31 January
উড়ানোর জন্য কি কবুতর ভালো
Like · React · Reply · Report · 21 March
akta kora uorabo na jora dhora
No comments:
Post a Comment