০ অালোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন ~ ম্যাক্স প্ল্যাঙ্ক ১৯০০ সালে।
০ কোয়ন্টাম তত্ত্ব অনুসারে ~ অালোকরশ্মি কোনো উৎস থেকে অবিচ্ছিন্ন তরঙ্গের অাকারে না বেরিয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিগুচ্ছ বা প্যাকেট অাকারে বের হয়। শক্তির সর্ব নিম্নমানের কণিকাকে বলে কোয়ান্টাম বা ফোটন।
০ ফোটন সম্পর্কে ধারণা দেন ~ ম্যাক্স প্ল্যাঙ্ক ১৯০০ সালে।
০ অালোর কণা বা কোয়ান্টাম এর নাম ফোটন দেন ~ লুইস ১৯১৬ সালে।
০ কোয়ান্টাম তত্ত্বকে কাজে লাগিয়ে অালোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন ~ অাইনস্টাইন ১৯০৫ সালে।
০ অালোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য অাইনস্টাইন নোবেল পুরস্কার পান ~ ১৯২১ সালে।
০ একটি ফোটন শক্তি E=hv (h=প্ল্যাঙ্কের ধ্রুবক, v= ফোটনের কম্পাঙ্ক)
০ পদার্থ যেমন অসংখ্য বিচ্ছিন্ন পরমাণু দ্বারা গঠিত তেমনি ~ যে কোনো বিকিরণ অসংখ্যা বিচ্ছিন্ন ফোটন দ্বারা গঠিত।
০ শূন্যস্থানে ফোটন চলে ~ অালোর দ্রুতিতে।
০ ফোটনের দ্রুতি ~ সকল প্রসঙ্গ কাঠামোর বেলায় একই।
০ ফোটনের নিশ্চল ভর/স্থিতিভর ~ শূন্য।
০ প্রতিটি ফোটনের অাছে ~ নির্দিষ্ট শক্তি ও রৈখিক ভরবেগ।
০ ফোটন ~ তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ এর কোনো চার্জ নেই।
০ ফোটনের চার্জ না থাকায় ~ এর উপর তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র প্রভাব বিস্তার করতে পারে না।
০ ফোটনের অাচারণ ~ কখনও কণার মতো অাবার, কখনও তরঙ্গের মতো।
০ কোয়ান্টাম তত্ত্বের অপর নাম ~ ফোটন তত্ত্ব।
Sunday, September 11, 2016
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment