eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, September 11, 2016

মু‌ক্তিযুদ্ধ ও স্বাধীনতা

ক. অসহযোগ অান্দোলন:
১। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শুরু হয়েছিল ~ ২ মার্চ।
২। ১৯৭১ সালের অসহযোগ অান্দোলন শেষ হয়েছিল ~ ২৫ মার্চ।
৩। অসহযোগ অন্দোলন শুরুতেই অসহযগঅনতনদলনশরত২ মার্চ ছাত্র সংগঠনগুলো যে পরিষদ গঠন করেছিল ~ স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ।
৪। ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেন ~ ১ মার্চ ১৯৭১।
৫। অধিবেশন স্থগিতকরণকে বঙ্গবন্ধু অাখ্যায়িত করেন ~ দুর্ভাগ্যজনক হিসেবে।
৬। অধিবেশন স্থগিত করণের প্রতিবাদে ঢাকায় ও সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয় ~ ২ মার্চ ও 3 মার্চ।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রথমবারের মত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ~ ২ মার্চ।
৮। ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ~ ছাত্র সংগ্রাম পরিষদ।
৯। অামার সোনার বংলা অামি তোমায় ভালোবাসি সঙ্গীতটি পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ~ ৩ মার্চ ১৯৭১।
১০। বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন ~ ৭ মার্চ।
১১। অসহযোগ অান্দোলনের প্রথম ছয়দিনে সরকারি প্রেসনোট অনুযায়ী হতাহতের সংখ্যা ছিল ~ ১৭২ জন নিহত এবং ৩৫৮ জন অাহত।
১২। ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন করে ~ ২৩ মার্চ।
১৩। স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শেষ হয় ~ অসহযোগ অান্দোলন।
১৪। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না উক্তিটি করেছিল ~ ইয়াহিয়া খান।
১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ~ ৩ মার্চ।
খ. ৭ মার্চের ভাষণ:
১৬। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম ~ সোহরাওয়ার্দী উদ্যান।
১৭। ৭ মার্চ ভাষণের মূল বিষয় ছিল ~ ৪ টি।
১৮। ৭ মার্চ ভাষণ প্রদানকালে যে অান্দোলন চলছিল ~ অসহযোগ অান্দোলন।
১৯। অসহযোগ অান্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল ~ ৭ মার্চের ভাষণের পর।
২০। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উক্তিটি যে ভাষণের অংশ ~ ৭ মার্চ ভাষণের।
২১। রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষণ শুরু হয়েছিল ~ বিকাল ৩ ঘটিকায়।
২২। অহিংস ও অসহযোগ অান্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় ~ ৭ মার্চ ভাষ‌ণে।
গ. স্বাধীনতা ঘোষণা:
২৩। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের শুরু ~ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা করেন।
২৪। স্বাধীনতার ঘোষক ~ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমান।
২৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় ~ ১০ এপ্রিল ১৯৭১।
২৬। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় ~ পঞ্চদশ সংশোধনীতে।
২৭। অানুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ~ অধ্যাপক ইউসুফ অালী।
২৮। ২৬ মার্চ অপরাহ্ন ২ টা ৩০ মিনিটে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন চট্টগ্রাম অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ~ অাব্দুল হান্নন।
২৯। ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় কালুরঘাট বেতারেকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন ~ মেজর জিয়াউর রহমান।
ঘ. মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি :
৩০। মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩১। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় ~ ১৯৭১ সালের ১০ এপ্রিল।
৩২। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ~ কুষ্টিয়রে মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে।
৩৩। মুজিবনগর সরকার অানুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ~ ১৭ এপ্রিল ১৯৭১
৩৪। মুজিবনগর সরকারের অস্থায়ী রাজধানীর নাম ~ মুজিবনগর।
৩৫। অানুষ্ঠানিকভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করেন ~ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম।
৩৬। প্রবাসী বাংলাদেশ সরকারের ক্যাম্প বা অফিস ছিল ~ ভারতের কলকাতাস্থ ৮ নম্বর থিয়েটার রোড।
৩৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন ~ অধ্যাপক এম ইউসুফ অালী।
৩৮। যে কয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল ~ পাঁচটি।
৩৯। অস্থায়ী সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্যকতজন ছিল ~ ৯ জন।
৪০। এক নজরে মুজিবনগর সরকার :
# রাষ্ট্রপতি : শেখ মুজিবুর রহমান
# উপরাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
# প্রধানমন্ত্রী : তাজউদ্দীন অাহমদ
# অর্থমন্ত্রী : এম মনসুর অালী
# স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এ এইচ এম কামরুজ্জামান
# পররাষ্ট্র ও অাইনমন্ত্রী : খন্দকারমোস্তাক অাহমদ
# প্রধান সেনাপতি : কর্ণেল এম এ জি ওসমানী
# চিফ অব স্টাফ : কর্ণেল অাব্দুর রব
# বিমানবাহিনী প্রধান : গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
৪১। মুজিবনগর সরকারের সচিব ও দপ্তর :
# মূখ্য সচিব : রুহুল কুদ্দুস
# কেবিনেট সচিব : এইচ টি ইমাম
# অর্থ সচিব : খন্দকার অাসাদুজ্জামান
# অর্থ সচিব : খন্দকার অাসাদুজ্জামান

# প্রতিরক্ষা সচিব : অাব্দুস সামাদ

# সংস্থাপন সচিব : নুরুল কাদের খান

# কৃষি সচিব : নুরুদ্দীন অাহমদ

# তথ্য সচিব : অানোয়ারুল হক খান

# পররাষ্ট্র সচিব : চাষী মাহবুবুল অালম।

# বহির্বিশ্বে বিশেষ দূত : বিচারপতি অাবু সাঈদ

চৌধুরী

# স্বরাষ্ট্র সচিব ও ডিজি পুলিশ : অাব্দুল খালেক

# নয়াদিল্লিতে মিশন প্রধান : হুমায়ুন রশিদ চৌধুরী।

# কলকাতায় মিশন প্রধন : হোসেন অালী

# বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান : ড. এ অার মল্লিক

# ইয়ুথ ক্যাম্প পরিচালক : উইং কমান্ডার এম অার মির্জা

# পরিচালক (অার্ট ও ডিজাইন) : কামরুল হাসান

# পরিচালক (চলচ্চিত্র বিভাগ) : অাব্দুল জব্বার খান

# পরিচালক (তথ্য ও প্রচার দপ্তর) : এম অার অাখতার মুকুল।

# পরিচালক (স্বাস্থ্য দপ্তর) : ডাক্তার টি হোসেন

৪২। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ :

# সভাপতি : মাওলানা ভাসানী, সভাপতি, ন্যাপ ভাসানী।

# অাহবায়ক : মণি সিং, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

# সদস্য : অধ্যাপক মোজাফফর অাহমদ, সভাপতি, ন্যাপ মোজাফফর।

# সদস্য : মনোরঞ্জন ধর, সভাপতি, বাংলাদেশ জাতীয় কংগ্রেস

# সদস্য : তাজউদ্দীন অাহমদ, প্রধানমন্ত্রী।

# সদস্য : খন্দকার মোস্তাক অাহমদ, পররাষ্ট্রমন্ত্রী

৪৩। মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন:

# চেয়ারম্যান : ড. মোজাফফর অাহমদ

# সদস্য : ড অানিসুজ্জামান, ড সারোয়ার মুর্শিদ, ড স্বদেশ রঞ্জন, ড মোশারফ হোসেন।

৪৪। মুজিবনগর সরকারের বিশেষ দায়িত্বে নিযুক্ত :

# তথ্য ও বেতার : অাব্দুল মন্নান

# পুনর্বাসন : অধ্যাপক ইউসুফ অালী

# ভলান্টিয়ার কোর : ব্যারিস্টার অামিরুল ইসলাম

# বাণিজ্য : মতিউর রহমান।

৪৫। মু‌ক্তিবা‌হিনী বা সশস্ত্র বা‌হিনীর প্রধান ছিলেন ~ জেনা‌রেল মোহাম্মদ অাতাউল গ‌ণি ওসমানী।
৪৬। জেনা‌রেল ওসমানী বাংলা‌দে‌শের সেনাপ্রধান নিযুক্ত হন ~ ১৭ এ‌প্রিল ১৯৭১।

৪৭। বাংলা‌দেশের মু‌ক্তিযু‌দ্ধে একজন ইতা‌লির নাগ‌রিক মৃত্যুবরণ ক‌রেন, তার নাম ~ ফাদার মা‌রিও ভে‌রেনা‌জি।

৪৮। যুদ্ধকালীন সম‌য়ে শেখ মু‌জিবুর রহমান‌কে ব‌ন্দি ক‌রে রাখা হওয়‌ছিল ~ পা‌কিস্তা‌নের করা‌চি শহ‌রের মিয়ানওয়া‌লি কারাগা‌রে।

৪৯। বাংলা‌দে‌শের প্র‌তি প্রথম অানুগত্য প্রকাশ ক‌রেন পা‌কিস্তা‌নের হাইক‌মিশন অ‌ফিস প্রধান ~ এম হো‌সেন  অালী।

৫০। রণাঙ্গন‌কে ১১টি সেক্ট‌রে ভাগ ক‌রেন ~ ক‌র্ণেল এম এ জি ওসমানী।

৫১। মু‌ক্তিযু‌দ্ধের ব্য‌তিক্রমধর্মী সেক্টর ~ ১০ নম্বর সেক্টর।

৫২। বাংলা‌দে‌শে যে সেক্ট‌রে নিয়‌মিত কমান্ডার ছিল না ~ ১০ নম্বর সেক্ট‌রে।

৫৩। যুদ্ধকালীন ফোর্স ছিল ~ তিন‌টি।

৫৪। এম এ জি ওসমানী‌কে বাংলা‌দেশ সেনাবা‌হিনীর প্রধান ঘোষণা করা হয় ~ তে‌লিয়াপাড়া হেড‌কোয়ার্টা‌র, সি‌লেট (১২ এ‌প্রিল ১৯৭১)

৫৫। যুক্তরা‌জ্যে বাংলা‌দেশ সরকা‌রের জন্য Steering Committee খো‌লেন ~ বিচারপ‌তি অাবু সাঈদ চৌধুরী।
৫৬। যুদ্ধকালীন যে তা‌রি‌খে বু‌দ্ধিজীবী‌দের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘ‌টিত হয় ~ ১৪ ডি‌সেম্বর ১৯৭১

৫৭। পা‌কিস্তান সেনাবা‌হিনীর হা‌তে শহীদ দার্শনিকের নাম ~ গো‌বিন্দ চন্দ্র দেব।

৫৮। মু‌ক্তিযু‌দ্ধের ১১ টি সেক্টর ও সেক্টর কমান্ডার:

# ১ নম্বর সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালীর পূর্বাংশ।

সদর দপ্তর : হ‌রিণা, ত্রিপুরা, ভারত।

কমান্ডার : মেজর জিয়াউরে রহমান (এ‌প্রিল~জুন) ও মেজর র‌ফিকুল ইসলাম (জু‌ন~ ডিসেম্বর)

# ২ নম্বর সেক্টর : কু‌মিল্লা, অাখাউড়া, ভৈরব, ঢাকা শহর, ফ‌রিদপুর ও নোয়াখালী জেলার অংশ‌বি‌শেষ।

সদর দপ্তর : মেঘালয়, ত্রিপুরা, ভারত।

কমান্ডার : মেজর কে এম খা‌লেদ মোশাররফ ও মেজর 
এ‌টিএম হায়দার।

#  ৩ নম্বর সেক্টর : অাখাউড়া ভৈরবের পূর্বাংশ, কু‌মিল্লা জেলার অংশ‌বি‌শেষ, হ‌বিগঞ্জ, কি‌শোরগঞ্জ, ঢাকা জেলার অংশ‌বি‌শেষ।

সদর দপ্তর : হেজামারা, ত্রিপুরা, ভারত।

কমান্ডার : মেজর কে এম শ‌ফিউল্লাহ ও মেজর এ এন এম নরুজ্জামান।

# ৪ নম্বর সেক্টর : সি‌লে‌টের পূর্বাঞ্চল

সদরদপ্তর : মা‌ছিমপুর, অাসাম

কমান্ডার :  মেজর চিত্তরঞ্জন দত্ত ও ক্যা‌প্টেন এ রব।

# ৪ নম্বর সেক্টর : সি‌লে‌টের পূর্বাঞ্চল

সদরদপ্তর : মা‌ছিমপুর, অাসাম

কমান্ডার :  মেজর চিত্তরঞ্জন দত্ত ও ক্যা‌প্টেন এ রব।

# ৫ নম্বর সেক্টর : সি‌লে‌টের প‌শ্চিমাংশ, সুনামগঞ্জ, বৃহত্তর ময়মন‌সিং‌হের সীমান্তবর্তী অঞ্চল।

সদর দপ্তর : বাঁশতলা, ছাতক, সুনামগঞ্জ।

কমান্ডার : মেজর মীর শওকত অালী

# ৬ নম্বর সেক্টর : সমগ্র  রংপুর ও দিনাজপুরের অংশ‌বি‌শেষ।

সদর দপ্তর : বু‌ড়িমারী পাটগ্রাম।

কমান্ডার : উইং কমান্ডার এম কে বাশার

# ৭ নম্বর সেক্টর : সমগ্র রাজশাহী, দিনাজপুরের বা‌কি অংশ, পাবনা, বগুড়া জেলা।

সদরদপ্তর : তরঙ্গপুর, প‌শ্চিমবঙ্গ, ভারত।

কমান্ডার: মেজর নাজমুল হক, সুবাদার মেজর এ রব, মেজর কাজী নরুজ্জামান।

# ৮ নম্বর সেক্টর : সমগ্র কু‌ষ্টিয়া ও য‌শোর জেলা, ফ‌রিদপুর জেলার বা‌কি অংশ।

সদর দপ্তর : কল্যাণী, ভারত।

কমান্ডার : মেজর অাবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর।

# ৯ নম্বর সেক্টর : সমগ্র খুলনা জেলা, বৃহত্তর ব‌রিশাল, পটুয়াখালী।

সদর দপ্তর : টা‌কি, ব‌শিরহাট, ভারত।

কমান্ডার : মেজর এম অাব্দুল জ‌লিল, মেজর এম এ মঞ্জুর, মেজর জয়নাল অা‌বেদীন।

# ১০ নম্বর সেক্টর : অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল।

# ১১ নম্বর সেক্টর : ময়মন‌সিংহ ও টাঙ্গাইল জেলা।

সদরদপ্তর : ম‌হেন্দ্রগঞ্জ, অাসাম, ভারত।

কমান্ডার : মেজর এম অাবু তা‌হের ও স্কোয়াড্রন লিডার এম হা‌মিদুল্লাহ।

৫৯। মু‌ক্তিবা‌হিনীর ফো‌র্সের অ‌ধিনায়কগণ ও সদর দপ্তর :

# জেড ফোর্স :

 অ‌ধিনায়ক : মেজর জিয়াউর রহমান

সদর দপ্তর : তেলডালা।

# এস ফোর্স :

অ‌ধিনায়ক : মেজর কে এম শ‌ফিউল্লাহ

সদর দপ্তর : অাগরতলা

# কে ফোর্স :

অ‌ধিনায়ক : মেজর খা‌লেদ মোশাররফ

সদর দপ্তর : হেজামারা

চ. মু‌ক্তিযু‌দ্ধে বৃহৎ শ‌ক্তিব‌র্গের ভূ‌মিকা :

৬০। মু‌ক্তিযু‌দ্ধে বাংলা‌দে‌শের  বন্ধু প্রতীম রাষ্ট্র ছিল ~ভারত ও সো‌ভি‌য়েত ইউ‌নিয়ন

৬১। মু‌ক্তিযু‌দ্ধে চলাকালীন চীন ও যুক্তরাষ্ট্রর অবস্থান ছিল ~ বাংলা‌দে‌শের স্বাধীনতার বিপ‌ক্ষে।

৬২। যৌথবা‌হিনী গঠন হ‌য়ে‌ছিল ~ মু‌ক্তি বা‌হিনী ও ভারতীয় সশস্ত্র বা‌হিনীর সমন্ব‌য়ে।

৬৩। অস্ত্র, সেনা ও সমর্থন দি‌য়ে বাংলা‌দেশ‌কে সাহায্য ক‌রে‌ছিল ~ ভারত।

৬৪। যৌথ বা‌হিনীর সেনাধ্যক্ষ ছিল ~ জেনা‌রেল জগ‌জিৎ সিং অ‌রোরা।

৬৫। মু‌ক্তিযু‌দ্ধের বিপ‌ক্ষে যুক্তরাষ্ট্র যে নৌবহর প্রেরণ ক‌রে‌ছিল ~ সপ্তম নৌবহর।

৬৬। জা‌তিসং‌ঘের সদস্যপদ না পে‌তে বাংলা‌দে‌শের বিপ‌ক্ষে যে রাষ্ট্র ভে‌টো দি‌য়ে‌ছিল ~ চীন।

৬৭। হ্যা‌রিশন ও র‌বিশংক‌রের উ‌দ্যো‌গে কনসার্ট ফর বাংলা‌দেশ হ‌য়ে‌ছিল ~ নিউইয়‌র্কের ম্যা‌ডিসন স্কয়া‌রে।

৬৮। সপ্তম নৌবহর ব‌ঙ্গোপসাগ‌রের উ‌দ্দে‌শ্যে যাত্রা শুরু ক‌রে‌ছিল ~ ভি‌য়েতনা‌মের টং‌কিং উপসাগর থে‌কে।

ছ. পাক বা‌হিনীর অত্মসমর্পণ ও বাংলা‌দে‌শের অভ্যূদয় :

৬৯। ভারত বাংলা‌দেশ যৌথ বা‌হিনী গঠন ক‌রে ~ ২১ ন‌ভেম্বর ১৯৭১।

৭০। ভারত বাংলা‌দেশ যৌথ বা‌হিনীর সেনাধ্যক্ষ ছিল ~ জেনা‌রেল জগ‌জিৎ সিং অ‌রোরা
৭১। পা‌কিস্তান বা‌হিনীর প‌ক্ষের নেতৃ‌ত্বে ছি‌লেন ~ জেনা‌রেল অা‌মির অাব্দল্লাহ খান নিয়া‌জি।

৭২। প্রথম শত্রুমুক্ত জেলা ~ য‌শোর।

৭৩। বাংলা‌দেশ পাক হানাদার মুক্ত হয় ~ ১৬ ডি‌সেম্বর ১৯৭১।

৭৪। যৌথবা‌হিনীর কা‌ছে অাত্মসর্মপণ ক‌রে ~ ৯৩ হাজার সৈন্য।

৭৫। বেসরকা‌রি পর্যা‌য়ে মু‌ক্তি‌যোদ্ধা দিবস পা‌লিত হয় ~ ১ ডি‌সেম্বর।

৭৬। নিয়া‌জি যে দূতাবা‌সের সা‌থে অাত্মসর্মপণের জন্য অা‌লোচনা ক‌রে ~ ম‌র্কিন যুক্তরাষ্ট্র।

৭৭। দু’বা‌হিনীর অাক্রম‌ণে পা‌কিস্তা‌নের সবক‌টি বিমান ধ্বংস হ‌য়ে যায় ~ ৬ ডি‌সেম্বর ১৯৭১

৭৮। যে পাক সেনা নায়ক প্রথম অাত্মসর্মপণ ক‌রে ~ মেজর জেনা‌রেল জম‌শেদ।

৭৯। বাংলা‌দে‌শে প্রথম রাষ্ট্রীয় অ‌তি‌থি হি‌সে‌বে বঙ্গভব‌নে অা‌সে ~ ই‌ন্দিরা গান্ধী।

৮০। স্বাধীনতা যু‌দ্ধের সময় পা‌কিস্তা‌নে ব‌ন্দি স্বাধীনতা সংগ্রা‌মের নায়ক শেখ মু‌জিবুর রহমান ইংল্যান্ড ও ভারত হ‌য়ে দে‌শে ফি‌রে অা‌সেন ~ ১০ জানুয়া‌রি ১৯৭২

৮১। স্বাধীনতা যু‌দ্ধের পর বাংলা‌দেশ থে‌কে ভারতীয় বা‌হিনী প্রত্যাহার করা হয় ~ ১২ মার্চ ১৯৭২।

৮২। ভারতীয় বাহিনীর সা‌থে যে বা‌হিনী প্রথম ঢাকায় প্র‌বেশ ক‌রে ~ কা‌দে‌রিয়া বা‌হিনী।

জ. বু‌দ্ধিজীবী হত্যা :


No comments:

Post a Comment