eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, November 22, 2016

ব্যাংক এ আসা শব্দ নিয়ে ডায়লগ

Important vocabulary of bank examination

সুজন : কিরে মিসবাহ আবার কি হলো? ” pensive” ভাবে বসে আছিস কেন? আবার কোন ” Arousing” কোন ইস্যু বের হইছে নাকি?
মিসবা : ভাইরে ইস্যু ছাড়া ফেসবুক আছে নাকি? মনে হয় কোন ” Tormentor ” ” ailment ” ছড়ায় যায়।
সুজন: হ্যা কিছু ভাল্লাগেনা ” callous” থাকতে থাকতেও আর ভাল্লাগেনা মুক্তিযোদ্ধাদের ” revere” করতে তো কারো মনে কোন ” ambivalence ” থাকার কথা না কিন্তু তাদের নাতি নাতনি পর্যন্ত সুবিধা দিতে গিয়ে যেভাবে সাধারন মানুষের জন্য চাকরির ” Dearth” সৃষ্টি হচ্ছে সেটা ” Chaotic” অবস্থা বানাচ্ছে।
মিসবা: হ্যা আজকাল ” Counterfeit ” সার্টিফিকেট এর তো অভাব নাই, সত্যিকারের মেধা ” thrive” হচ্ছেনা তাদের কে সু্যোগ পাবার আগেই ” dispelling” হচ্ছে। কিন্তু কেউ তো ছেড়ে দেবার না ” Tenacious ” সব
সুজন: আরে যত আস্ফালন ফেসবুকে কোটা ” rescind ” করা দুরের কথা ” mitigation ” ও করা হবেনা। কিছু ” Quixotic ” লোকের গালাগালি ই সার

মিসবা: আরে কেউ কেউ “Adulation” করে আবার কেউ ” impudence ” দেখায় আসলে এভাবে ” sporadic ” ভাবে এদিক ওদিক উল্টাপাল্টা না বকে আমাদের নিজেদের দ্বায়িত্ব ” verbatim ‘ ভানে পালন করতে হবে।
সুজন: আসলে যারা সম্মান পাবার যোগ্য তাদের সম্মান দিতেই হবে এটা কখনো” Contingent ” না আর তাদের সম্মান ” preserve ” করা আমাদের দ্বায়িত্ব

মিসবা :হ্যা এখন সবাইকে ” humble ” হতে হবে আর একটা ” Congenial” পরিবেশ করে নিজেদের দাবী আদায় করতে হবে।
সুজন: হা কারো অধিকার ” Usurp” করা ” Discordant ” এতে ” Insouciance ” এর অবকাশ নাই
এবার শব্দ গুলোর অর্থ দেখি

১)Pensive(গভীর চিন্তায় মগ্ন)
২)Arousing (উত্তেজক, উত্তেজনাকর)
৩)Tormentor ( যে ব্যাক্তি অন্যের দূর্ভোগ সৃষ্টি করে)
৪)Ailment ( রোগ, দূর্দশা)
৫)Callous ( উদাসীন)
৬) revere( সম্মান দেখানো)
৭)ambivalence ( একই সময়ে দুই বিপরীত অনুভুতি, দ্বিধা)
৮)Dearth( দুস্প্রাপ্যতা, স্বল্পতা) : scarcity, paucity
৯)Chaotic( বিশৃঙ্খল অবস্থা)
১০)Counterfeit ( জাল)
১১)Thrive ( বিকশিত হওয়া)
১২) Dispelling ( বাদ দেয়া) : elimination, removal
১৩)Tenacious ( নাছোড়বান্দা, জিদি) :attached, engaged
১৪) rescind ( বাতিল করা)
১৫) mitigation ( কমানো)
১৬)Quixotic ( বাস্তবজ্ঞানহীন)
১৭)Adulation ( অতি প্রশংসা, অতি ভক্তি)
১৮)Impudence ( বেহায়াপনা, আস্পর্ধা, ধৃষ্টতা) : arrogance
১৯)Sporadic ( ছড়ানো ছিটানো) : scattered
২০)verbatim ” অক্ষরে অক্ষরে)
২১) Contingent ( সাপেক্ষ, শর্ত সাপেক্ষ) : dependent, Conditional
২২)preserve (রক্ষা করা)
২৩)Humble( নম্র, বিনয়ী)
২৪) Congenial( উপযোগী, অনুকুল
২৫)Usurp( অন্যায়ভাবে অধিকার, আত্মসাৎ)
২৬) Discordant( বিসদৃশ, বেতালা)
২৭) Insouciance(উদাসীনতা)

No comments:

Post a Comment