সংখ্যা দিয়ে সর্টকাটে সাধারণ জ্ঞান মনে রাখুন
-----------------------------------------------------
::::::::::::::::::::
*----------------*-*-----------------*
১)বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষনটি স্থায়ী ছিল ----১৮ মিনিট
২)অধ্যাপক ইয়াজউদ্দীন আহমেদ --১৮ তম রাষ্ট্রপতি
৩)মধ্যপ্রাচ্য গঠিত হয়েছে -১৮ টি রাষ্ট্র নিয়ে
৪)আর্ন্তজাতিক যাদুঘর দিবস-১৮ মে
৫)মানুষের স্পাইনাল কার্ডের দৈর্ঘ্য---১৮ ইঞ্ধি
৬)কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হয়--১৮ দিনে
৭)১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল ------১৮ দিন
৮)আর্ন্তজাতিক অপরাধ আদালতের বিচারক -১৮ জন
৯)বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স-----১৮ বছর
১০)সাগরকন্যা পটুয়াখালী কুয়াকাটা সমুদ্রসৈকতের দৈর্ঘ্য ---১৮ কি,মি
১১)বাংলাদেশের আইন অনুযায়ি বিয়ের ক্ষেত্রে নারীর সর্বনিম্ন বয়স---১৮বছর
২৩ নিয়ে যত কথা:::::::::::::::::::::
--------------***-----------------------
১)মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ----২৩ টি
২)গ্যাস উত্তোলনের জন্য সমগ্র দেশকে ভাগ করা যায় -২৩ টি ব্লকে
৩)সিরাজ-উদ-দৌলা বাংলার মনসদে অংশগ্রহন করেন---২৩ বছর বয়সে
৪)ময়মনসিংহ গীতিকা অনুদিত হয়েছে ---২৩ ভাষায়
৫)চর্যাপদে খন্ডিত আকারে পাওয়া গেছে ---২৩ নং পদটি
৬)পৃথিবীর সবর্ত্র দিনরাত্রি সমান হয়---২৩ সেপ্টেম্বর
৭)মানুষের দেহকোষে---২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোসোম থাকে
৮)রুই /ইলিশ জাতীয় মাছের পোনা ধরা নিষেধ -------২৩সে মি এর কম
৯)নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে ------২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
১০)শারদ বিষুব বলা হয় ---২৩ সেপ্টেম্বরকে
Tuesday, November 8, 2016
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment