eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Tuesday, November 8, 2016

কারক ও বিভক্তি)

বাংলা ব্যাকরণ

সম্প্রাদান কারক।
কাকে দান করা হল? সম্প্রাদান কারক হবে আর চতুর্থ বিভক্তি যুক্ত হবে
মনে রাখবেন এই কারকে সরাচর ৪র্থী বিভক্তি হবে অন্য কোন বিভক্তি নয়।
সংজ্ঞা:সত্ব ত্যাগ করে যাকে কিছু দেয়া হয় তাকে সম্প্রাদাদ কারক বলে।
মোট কথা,কাকে দান করা হল প্রশ্নের উওরই সম্প্রাদান কারক।
আমারা জানি কে/রে দ্বিতীয়া বিভক্তি
সম্প্রাদান কারকে দ্বিতীয়া বিভক্তির বদলে চতুর্থী বিভক্তি যুক্ত হয়।চতুর্থী বিভক্তি আর কোথাও যুক্ত হয় না।অর্থাৎ, কে/রে বিভক্তি দুটি সম্প্রাদান কারকের সঙ্গে থাকলে তা চতুর্থী বিভক্তি।অন্য কোন কারকের সঙ্গে তা দ্বিতীয়া বিভক্তি
তবে কোথাও নিমিত্তার্থে কে বিভক্তি ফুক্ত হলে তা চতুর্থী বিভক্তি।যেমন বেলা যে পড়ে এল,জলকে চল (নিমিত্তার্থে ৪র্থ বিভক্তি)
উদাহরণ
ভিখারিকে ভিক্ষা দাও।(কাকে দান করা হল?উওর ভিখারিকে)= তাহলে মূল কারকটা হচ্ছে সম্প্রাদান কারকে চতুর্থী বিভক্তি
অসহায়কে খাদ্য দাও।(কাকে দান করা হল?উওর অসহায়কে) তাহলে মুল কারকটা হচ্ছে সম্প্রাদান কারকে চতুর্থী বিভক্তি
গরিবকে দান কর
অন্ধকে আলে দাও
নির্ধনকে ধন দাও
এই কারক গুলা আপনিই করে নিয়েন এই নিয়মে ব্যাখ্যা করলাম না।আর যদি না পারেন তাহলে আপনাকে বোঝতে আমি ব্যথ
৫।দেশের উদ্দেশ্যে দান কর।(কাকে দান করা হল উওর দেশের) তাহলে মূল কারকটা হচ্ছে সম্প্রাদান কারকে ৬ষ্ঠী বিভক্তি
নোঢ:আপনাদের মাঝে এখন একটা প্রশ্ন জাগতে পারে তাহল ভাইয়া আপনি ত প্রথম বলেদিছেন এই কারকে চতুর্থী বিভক্তি হয় তাহলে এই ৫নং কারকে ৬ষ্ঠী বিভক্তি কেমনে? এই প্রশ্নটা তাদের জাগবে যারা বিভক্তি গুলা চিনে না দেখুন এই কারকে দেশের উদ্দেশ্য দান করা হল এখানে(দেশের) র টা হচ্ছে ৬ষ্ঠী বিভক্তি (র,এর) হচ্ছে ৬ষ্ঠী বিভক্তি আশা করি বুঝতে পারছেন। তুমি যদি বিভক্তি না জানও তাহলে কারক ছিনতে তোমার বহুত কষ্ট হবে এই বিভক্তি গুলা শুধু কারকে নয় সমাসে কাজে দিবে।
৬।দেবতার ধন কে যায় কে যায় ফিরায়ে লয়ে--সম্প্রাদান কারকে ৬ষ্ঠী বিভক্তি স্বাভাবিকভাবেই বুঝতে পাড়ছ দেবতার র টা হচ্ছে ৬ষ্ঠী বিভক্তি
আপাদান কারক
কি/কিসের/ কোথা থেকে+ক্রিয়া। যে কারক হবে অপাদান কারক। যে বিভক্তি হবে ৫র্মী বিভক্তি
মনে রাখবেন এই কারকে সর্বদা ৫র্মী বিভক্তি হয়।
এই বিভক্তিগুলা মনে রাখবেন
(হতে,থেকে,চেয়ে) এই গুলা ৫মী বিভক্তি
**বিশেষ ভাবে মনে রাখবেন
কি হতে বের হল প্রশ্নের উওরই আপাদান কারক
সংজ্ঞা:যা কিছু থেকে উত্থিত,পতিত,নির্গত,গৃহীত,চালিত,রিক্ষত,ভীত হয় তাকে আপাদান কারক বলে।
বিস্তারিত সংজ্ঞা:উত্থিত মানে কোনকিছু উপরের দিকে ওঠা,পতিত মানে উপর থেকে নিছে নামা বা পড়া,নির্গত মানে কোনে কিছু বের হওয়া,গৃহীত মানে কোনে কিছু থেকে সংগ্রহ করা ,চালিত মানে যানবাহনে চলাচল,রক্ষিত মানে কোন কিছু থেকে নিজেকে রক্ষা করা,ভীত মানে কাউকে ভয় পাওয়াকে অপাদান কারক বলে।
উদাহরণ
উত্থিত=ভুমি থেকে* রকেট টা আকাশে ওঠল অপাদান কারকে ৫মী বিভক্তি। *থেকে টা ৫মী বিভক্তি
পতিত= গাছ থেকে* আমটা পড়ল।অপাদানে ৫মী বিভক্তি। এখানে *তারকা বিভক্তি।
অর্থাৎ, অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়
আমি আগেই বলেছি বিশেষভাবে মনে রাখতে হবে
কি হতে বের হল প্রশ্নের উওরই অপাদান কারক।
example
*গাছ থেকে পাতা পড়ে।(কি হতে বের হল/পড়ল উওর গাছ থেকে) অপাদান কারকে ৫র্মী বিভক্তি
জমি থেকে ফসল পাই। (কি হতে বের হল ফসল উওর জমি থেকে) অপাদানে ৫মী বিভক্তি
বিপদ থেকে বাচাও।(কি হতে বাচাও? উওর বিপদ থেকে) অপাদানে ৫মী বিভক্তি
বাঘকে ভয় পায় না কে।(কি হতে ভয় বের হল?উওর বাঘকে) অপাদাদে দ্বিতীয়া বিভক্তি এখানে ৫মী বিভক্তি না হয়ে দ্বিতীয়া বিভক্তি হল কারণ বাঘকে কে,রে এই গুলা দ্বিতীয়া বিভক্তি।আশা করি বুঝতে পারছেন।
আমি যেভাবে ছিনব অপাদান কারক তাহল
স্থানবাচক>>জানালা থেকে পাহাড় দেখা যায়।
কালবাচক>>রবিবার থেকে কলেজ বন্ধ
তারতম্যবাচক>>ওয়ালিদের চেয়ে নাজিয়া জিম ভাল।
ব্যাখ্যাসহ বুঝিয়ে দিলাম অপাদান কারক।
বাংলা ব্যাকরণ মুখস্ত করার বিষয় নয়।এটা কৌশলে আয়ত্ত করা।
বাকি রইল ৪টা কারক।তোমাদের মতামতের উপর।

No comments:

Post a Comment