eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Friday, July 21, 2017

সমাস

**সমাস শব্দের অর্থ- সংক্ষেপণ। অর্থাৎ ব্যাসবাক্য থেকে সংক্ষেপ করে সমাসবদ্ধ শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন- ‘সিংহ চিহ্নিত আসন’ এ বাক্যটিকে সংক্ষেপ করে বলা হচ্ছে ‘সিংহাসন’।

** সমাস মোট ছয় প্রকার। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব ও বহুব্রীহি।

** অর্থের বিচার সমাস চেনার উপায়-
ক. উভয় পদের অর্থ প্রধান- দ্বন্দ্ব সমাস। যেমন- বাবা-মা
খ. কোনো পদের অর্থ প্রধান না- বহুব্রীহি সমাস। যেমন- ‘গায়ে হলুদ’ এর ব্যাসবাক্য ‘গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে’--এখানে ‘অনুষ্ঠান’ উদ্দেশ্য।
গ. পূর্ব পদের অর্থ প্রধান- অব্যয়ীভাব। যেমন, হাভাত= ভাতের অভাব।
ঘ. পরপদের অর্থ প্রধান- দ্বিগু, কর্মধারয় ও তৎপুরুষ।

***দ্বন্দ্ব সমাস গঠনের উপায়-
noun+noun/ adj+adj = ব্যক্তি বা বস্তু দুটি বুঝালে দ্বন্দ্ব সমাস। যেমন- বাবা-মা।
কিন্ত ‘গিন্নি মা’ দ্বন্দ্ব নয়। কারণ এখানে দুটো noun ব্যবহার হলেও বুঝানো হয়েছে একজনকে।

**দ্বিগু সমাস গঠনের উপায়-
দ্বিগু সমাসের জন্য দুটি শর্ত। ক. সংখ্যা খ. ব্যাসবাক্যে সমাহার শব্দটি হবে। সংখ্যা+noun = সমাহার
যেমন- চৌরাস্তা, পঞ্চনদ

**কর্মধায় সমাস পাঁচ প্রকার
ক. সাধারণ কর্মধারয়- গঠনের উপায়- ক. adj+noun=যে/ noun+noun/adj+adj = যা-তা, যিনি-তিনি (ব্যক্তি বা বস্তু একজন হলে। যেমন- রাঙামাটি, গিন্নিমা, চালাক চতুর
খ. মধ্যপদলোপী- ব্যাসবাক্যের মধ্য পদটি লুপ্ত হলে। যেমন- দুধ মিশ্রিত চা= দুধ চা
গ. উপমান- adj+noun=ন্যায়/মত। যেমন- কাজল কালো= কাজলের ন্যায় কালো, হস্তিমূর্খ= হস্তির ন্যায় মূর্খ
ঘ. উপমিত- nou+noun=ন্যায়/মত। যেমন- হরিণ চোখ= হরিণের ন্যায় চোখ, চন্দ্রমুখ= চন্দ্রের ন্যায় মুখ
ঙ. রূপক- abstract noun+ noun= রূপ (অর্থাৎ দুটোর মধ্যে একটা কাল্পনিক বা অবাস্তব তুলনা বুঝাবে)। যেমন- দিল দরিয়া = দিল রূপ দরিয়া, ক্রোধানল= ক্রোধ রূপ অনল।

No comments:

Post a Comment