eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

ভূগোল_ভাবনা_০১

#

#মূল_শিরোনামঃ বাংলাদেশের পরিবেশঃ প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ

#টপিক_নং_১ঃ বাংলাদেশের নদ-নদী।

শুরুতেই একটা প্রশ্ন করি। একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম, কি সেটা?

উত্তরঃ এ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তরটা কমেন্টে লিখবেন। মূল অালোচনা শুরু করা যাক।

বাংলাদেশের মোট নদীঃ ২৩৩ টি। বাংলাপিডিয়া অনুসারে, প্রায় ৭০০টি নদী-উপনদী সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ নদীব্যবস্থা গড়ে ওঠেছে। বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪,১৪০ কিমি।

অান্তঃসীমান্ত নদীঃ ৫৭ টি (ভারত- ৫৪ + মায়ানমার-৩)
মায়ানমার থেকে অাসা নদীঃ নাফ, মাতামুহুরি, সাঙ্গু।

অাসুন প্রধান প্রধান নদীসমূহের সম্পর্কে জানার চেষ্টা করি ।

#ব্রহ্মপুত্র
১। উৎপত্তিঃ তিব্বতের মানস সরোবর থেকে
২। প্রবেশপথঃ কুড়িগ্রাম
৩। পূর্বনামঃ লোহিত্য
৪। তীরবর্তী শহরঃ ময়মনসিংহ
৫। উপনদীঃ তিস্তা
৬। শাখা নদীঃ পুরাতন ব্রহ্মপুত্র
৭। মিলিত নদী/মিলনস্থলঃ তিস্তার সাথে কুড়িগ্রামের চিলমারিতে
৮। বিশেষত্বঃ বৃহত্তম নদ। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করা নদ। জামালপুরের বাহাদুরাবাদে এসে #যমুনা নাম ধারণ করেছে। অাসেন এবার যমুনা সম্পর্কে জানি।

#যমুনা
১। উৎপত্তিঃ তিব্বতের মানস সরোবর
২। প্রবেশপথঃ কুড়িগ্রাম
৩। পূর্বনামঃ জোনাই নদী
৪। তীরবর্তী শহরঃ সিরাজগঞ্জ, জামালপুর।
৫। উপনদীঃ করতোয়া, অাত্রাই।
৬। শাখা নদীঃ ধলেশ্বরী। বুড়িগঙ্গা অাবার ধলেশ্বরীর শাখা নদী।
৭। মিলিত নদী/মিলনস্থলঃ রাজবাড়ির গোয়ালন্দে পদ্মার সাথে।
৮। বিশেষত্বঃ গড়ে প্রশস্ততর নদী।রাজবাড়ির গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। এবার পদ্মা সম্পর্কে জানা যাক।

#পদ্মা
১। উৎপত্তিঃ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
২। প্রবেশপথঃ চাঁপাই নবাবগঞ্জ
৩। পূর্বনামঃ কীর্তিনাশা
৪। তীরবর্তী শহরঃ রাজশাহী
৫। উপনদীঃ মহানন্দা (মহানন্দা নামে অামের জাত রয়েছে)। পুনর্ভবা, টাঙ্গন ও নাগর অাবার মহানন্দা নদীর উপনদী।
৬। শাখা নদীঃ গড়াই, ইছামতি, বড়াই, মহানন্দা, অাড়িয়াল (মনে রাখবেন যেভাবেঃ বড় অাম গড়ে ভাই)
৭। মিলিত নদী/মিলনস্থলঃ রাজবাড়ির গোয়ালন্দে । চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনার সাথে ।
৮। বিশেষত্বঃ ২য় বৃহত্তম নদী। চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তো, এবার মেঘনা সম্পর্কে জানা যাক।

#মেঘনা
১। উৎপত্তিঃ অাসামের লুসাই পাহাড় থেকে
২। প্রবেশপথঃ সিলেট
৩। পূর্বনামঃ বরাক
৪। তীরবর্তী শহরঃ সিলেট, ভৈরব, অাশুগঞ্জ, চাঁদপুর
৫। উপনদীঃ গোমতী, ডাকাতিয়া, বাউলাই
৬। শাখা নদীঃ তিতাস
৭। মিলিত নদী/মিলনস্থলঃ রচাঁদপুরে পদ্মার সাথে
৮। বিশেষত্বঃ বাংলাপিডিয়া অনুসারে, দীর্ঘতম বা গভীরতম নদী।চাঁদপুরে পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। 

#কর্ণফুলি
১। উৎপত্তিঃ মিজোরাম (অাসাম) লুসাই পাহাড় থেকে
২। প্রবেশপথঃ রাঙ্গামাটি। #কাওছার_হোসেন।
৩। তীরবর্তী শহরঃ চট্টগ্রাম
৪। উপনদীঃ হালদা । হালদা নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশ।
৫। শাখা নদীঃ বোয়ালখালী
৬। বিশেষত্বঃ বাংলাদেশের সর্বোচ্চ খরস্রোতা নদী।

#নদী_সম্পর্কিত_কিছু_গুরত্বপূর্ণ_তথ্যঃ
১। নদী গবেষণা কেন্দ্র - ফরিদপুরে, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
২। বৃহত্তম নদীবন্দর - নারায়ণগঞ্জ।
৩। বৃহত্তম নদীকেন্দ্র- চাঁদপুর।
৪। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী - কুলিখ।
৫। বাংলাদেশ হতে ভারতে গিয়ে অাবার বাংলাদেশে ফিরে এসেছে - অাত্রাই, পুনর্ভবা, টাঙ্গন।  (মনে রাখুনঃ অাপুটা পঁচা, ভারতে যায়)
৬। Potomology - নদীবিজ্ঞান সংক্রান্ত বিদ্যা।
৭। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ (দৈর্ঘ্য- ৫৬ কিলোমিটার) #কাওসার_হোসেন।
৮। বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী - হাড়িয়াভাঙ্গা।
৯। মহেশখালী - বাকখালী নদীর তীরে।
১০। বান্দরবানের ঋজুক জলপ্রপাতের পানি সাঙ্গু নদীতে পতিত হয়।
১১। চট্টগ্রামের সন্দীপ জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত।
১২। নদীর নামে জেলা - ফেনী।
১৩। নদী সিকস্তি- নদীর ভাঙ্গনে স্বর্বসান্ত জনগণ।
১৪। নদী পয়স্তি - নদীর চর জাগলে যারা চাষাবাদ করে।
১৫। পদ্মা নদী - নেপাল, চীন, ভারত, বাংলাদেশ দিয়ে প্রবাহিত।
১৬। ব্রহ্মপুত্র- তিব্বত, ভূটান, ভারত, বাংলাদেশ দিয়ে প্রবাহিত।
১৭। মুহুরীর চর - মুহুরী নদীর তীরে। ফেনী জেলায়। ১১১ একর।
১৮। এস এম সুলতানের চিত্রকর্ম - চিত্রা নদীর তীরে।
১৯। বাংলাদেশের সবচেয়ে ছোট নদী - গোবরা নদী। (৪ কিলোমিটার)
২০। মহিলা নদী - দিনাজপুরে।
২১। নদীর নামে সাহিত্যকর্মঃ
কর্ণফুলি - অালাউদ্দীন-অাল অাজাদ।
হাঙ্গর নদী গ্রেনেড - সেলিনা হোসেন।
কতো নদী সরোবর - হুমায়ুন অাজাদ।
পদ্মা, মেঘনা, যমুনা- নিজে জেনে নিবেন।
বরফ গলা নদী - জহির রায়হান।
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মন।
পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায়।
পদ্মার পলিদ্বীপ - অাবু ইসহাক ।
নদী ও নারী - হুমায়ুন কবীর।

#এ_টপিকে_বিগত_বছরের_প্রশ্নঃ
১। বাংলাদেশের বৃহত্তম/গভীরতম/প্রশস্ততম/দীর্ঘতম নদী- মেঘনা। (৩৭ তম বিসিএস)
২। বাংলাদেশের নদী গবেষণা ইন্সটিটিউট অবস্থিত- ফরিদপুর (৩০ তম বিসিএস)
৩। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? অাজমিরীগঞ্জ। (২৬ তম বিসিএস)
৪। পুনর্ভবা, টাঙ্গন ও নাগর যে নদীর উপনদী - মহানন্দা। ১৪ ও ২৫ তম বিসিএস)
৫। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে - গোয়ালন্দে। (২১ তম বিসিএস)
৬। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। (১৮ তম বিসিএস)
৭। সারাবছর নাব্য নদীপথের দৈর্ঘ্য- ৫,২০০ কি.মি। (১৫ তম বিসিএস)
৮। যমুনা নদী পতিত হয়ে পদ্মায় গোয়ালন্দে। (১৪ তম বিসিএস)
৯। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের যে শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে - কৈলাস। (১৩ তম বিসিএস)

[ বি.দ্রঃ খুব দ্রুতই অাসছে ভূগোলের পূর্ণাঙ্গ হ্যান্ডনোট। তা নিজের সংগ্রহে রাখতে চোখ রাখুন বিসিএস প্রিলিমিনারী ক্যাম্পেইনার ও জাকির্স বিসিএস স্পেশাল-এ]

No comments:

Post a Comment