১. সম্প্রতি চীন কোন দেশে প্রথম বৈদেশিক নৌঘাটি নির্মাণ করেছে?
- জিবুতি
২. এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কি?
- ভুপেন হাজারিকা সেতু,ভারত
৩. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
- শ্রীলংকা
৪. কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে?
- ৩৮ ডিগ্রী উত্তর অক্ষরেখা
৫. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারন করে?
- ভারত ও চীন
৬. "লাদাখ" মরুভূমি কোথায় অবস্থিত?
- জম্মু ও কাশ্মীর, ভারত
৭.এশিয়ার বৃহত্তম মরুভুমি কোনটি?
- গোবি মরুভূমি ( চীন ও মঙ্গোলিয়া)
৮. পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি?
- মানা পাস ( হিমালয় পর্বতমালায় অবস্থিত)
৯. আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
- জিব্রাল্টার প্রণালী
১০.সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে?
- ২৬ জুলাই,১৯৫৬
১১. গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?
- ব্রাজিল
১২. সুয়েজখাল কোন দুই সাগরকে যুক্ত করেছে?
- ভূমধ্যসাগর ও লোহিত সাগর
১৩. ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
- আটলান্টিক মহাসাগর
১৪. ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয় কোন দুই দেশের মধ্যে?
- ইংল্যান্ড ও আর্জেন্টিনা
১৫. যুক্তরাষ্ট্র কবে পানামা খালকে পানামা এর নিকট হস্তান্তর করে?
- ৩১ ডিসেম্বর, ১৯৯৯
১৬. আসাল হ্রদ কোথায় অবস্থিত?
- জিবুতি
১৭. IAEA এর সদরদপ্তর কোথায়? কবে প্রতিষ্ঠিত হয়?
- ভিয়েনা, অষ্ট্রিয়া ; ১৯৫৭
১৮.জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?
- ৭ ডিসেম্বর, ১৯৪১
১৯. পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে?
- প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে
২০.OPEC এর বর্তমান সদস্যদেশ কয়টি? সর্বশেষ সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ১৪ টি, নিরক্ষীয় গিনি
# ডাঃ পাপিয়া গাজী
ডি ডি সি
Saturday, August 5, 2017
৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment