eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

বিরাম_চিহ্ন বা যতি/ছেদ চিহ্ন


★ যতি/ছেদ চিহ্নের প্রবর্তক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
★ যতি চিহ্ন মোট ১২ টি। ব্যাকরণিক চিহ্ন (৪টি)
★ পূর্ণ বাক্যের শেষে বসে এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪ টি।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বোতল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান।
★ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতায় শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি (এক দাঁড়ি বা দুই দাঁড়ি) ছিলো।
★ বিরাম বা যতি চিহ্ন 'বাক্যতত্ত্বে' আলোচিত হয়।
★ বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ(২য় খণ্ড, পৃঃ২২৭, ২য় সংস্করণ,২০১২) অনুযায়ী যতি বা ছেদ চিহ্ন ১৬ টি।
♥ দাঁড়ির অপর নাম- পূর্ণচ্ছেদ
♥ কমার অপর নাম- পাদচ্ছেদ
♥ সেমিকোলনের অপর নাম- অর্ধচ্ছেদ
♥ ইলেকের অপর নাম - লোপচিহ্ন
♥ ড্যাশের অপর নাম- কষি চিহ্ন
♥ হাইফেনের অপর নাম- শব্দ সংযোগ চিহ্ন
#বিরতি কালঃ
♣ এক বলতে সময় লাগে - ২ টি ( উদ্ধরণ, কমা)
♣ এক বলার দ্বিগুণ সময় লাগে- ১টি (সেমিকোলন)
♣ থামার প্রয়োজন নেই- ৩টি (হাইফেন, ইলেক, বন্ধনি)
♣ এক সেকেন্ড থামতে হয়- ৬টি (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময়, কোলন, ড্যাশ, কোলনড্যাশ)
/////।:
সৌজন্যে :Golam Morshed

No comments:

Post a Comment