৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
১ । বঙ্গবন্ধু ফিল্ম সিটি কোথায় হবে ?
= সাভারে অত্যাধুনিক হবে ।
২ । ‘‘ পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূলকথা ‘- উক্তিটি কার ?
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ।
3. ‘আমার সরকার নব রাষ্ট্র এবং নতুন সমাজের উপযোগী করে সমগ্র প্রশাসন যন্ত্রকে পুনর্গঠিত করবে।’উক্তিটি কার ? ( েএটি পিএসসির ওয়েবসাইটে বঙ্গবন্ধুর ছবির নিচেই ক্যাপসন হিসেবে আছে , তাই বলাত যায় না !!)
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। আমরা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই । ‘’- উক্তিটি কার ?
=জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে শরিক হয় কত সালে ?
= ১৯৭৩ ।
৬। কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন ?
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ১৯৭৪ সালের ২৫শে সেপ্টম্বর , ২৯তম অধিবেশনে । )
৭। কোন সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় ?
= ১৯৮৪সালে
৮ । কত সালে মিয়ানমার থেকে বাংলাদেশে লাখে লাখে রোহিঙ্গা ঢোকে ? ১৯৯১
৯ । বাংলাদেশ কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাপতির পদ লাভ করে ?
= ২০০৩
১০ । কত সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করে ?
= ১৯৮৬ সালে। ৪১তম অধিবেশনে । সভাপতি > হুমায়ুন রশিদ চৌধুরী
১১। বাংলাদেশ কবে কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ?
= ২ বার । ১৯৭৯-৮০ ও দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
১২ । বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
=২৯ তম।
১৩ । জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?
=০.০১ শতাংশ।
১৪। বাংলাদেশ কবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে?
= ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার
১৫ । দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল ?
= ২৩৪ টি ।
১৬। ৭ মার্চ , ১৯৭৩সালের বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল ?
=২৯৩টি ।
১৭ । বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করা হয় কবে ?
= ১৯৭২ সালের ৮ েএপ্রিল
১৮ । জাতীয় সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে কতদিনের বেশি বিরত িথাকবে না ?
= ৬০ দিন
১৯ । কার পরামর্শে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙ্গে দেন ?
= প্রধানমন্ত্রীর
২০ । েএকাদিক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে কোন জাতীয় সংসদ সদস্যের আসন শূন্য হয় ?
=৯০দিন
২১। সংসদ গৃহীত কোন বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হলে তিনি কতদিনের মধ্যে সম্মতি দিবেন ?
= ১৫ । রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে সংশোধনীর জন্য যদি সংসদে পাঠায় এবং ্আবার সংসদে গৃহীত হওয়ার ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দিবেন
Saturday, August 5, 2017
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment