eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি
.
১ । বঙ্গবন্ধু ফিল্ম সিটি কোথায় হবে ?
=  সাভারে অত্যাধুনিক হবে ।
    ২ । ‘‘ পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের বৈদেশিক নীতির মূলকথা ‘- উক্তিটি কার ?
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ।
3. ‘আমার সরকার নব রাষ্ট্র এবং নতুন সমাজের উপযোগী করে সমগ্র প্রশাসন যন্ত্রকে পুনর্গঠিত করবে।’উক্তিটি কার ? ( েএটি পিএসসির ওয়েবসাইটে বঙ্গবন্ধুর ছবির নিচেই ক্যাপসন হিসেবে আছে , তাই বলাত যায় না !!)
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। আমরা বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই । ‘’- উক্তিটি কার ?
=জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে শরিক হয় কত সালে ?
= ১৯৭৩ ।
৬। কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন ?
= জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ১৯৭৪ সালের ২৫শে সেপ্টম্বর  , ২৯তম অধিবেশনে । )
৭। কোন সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয় ?
= ১৯৮৪সালে
৮ । কত সালে মিয়ানমার থেকে বাংলাদেশে লাখে লাখে রোহিঙ্গা ঢোকে ? ১৯৯১
৯ । বাংলাদেশ কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাপতির পদ লাভ করে ?
= ২০০৩
১০ । কত সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ লাভ করে ?
= ১৯৮৬ সালে। ৪১তম অধিবেশনে । সভাপতি > হুমায়ুন রশিদ চৌধুরী
১১। বাংলাদেশ কবে কবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ?
= ২ বার । ১৯৭৯-৮০ ও দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
১২ । বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
=২৯ তম।
১৩ । জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার কত?
=০.০১ শতাংশ।
১৪। বাংলাদেশ কবে জাতিসংঘের  অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে?
= ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু’বার
১৫ । দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ   কতটি আসন পেয়েছিল ?
= ২৩৪ টি ।
১৬। ৭ মার্চ  , ১৯৭৩সালের বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ   কতটি আসন পেয়েছিল ?
=২৯৩টি ।
১৭ । বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আদেশ জারি করা হয় কবে ?
= ১৯৭২ সালের ৮ েএপ্রিল
১৮ । জাতীয় সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে কতদিনের বেশি বিরত িথাকবে না ?
= ৬০ দিন
১৯ । কার পরামর্শে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত ও ভেঙ্গে দেন ?
= প্রধানমন্ত্রীর
২০ । েএকাদিক্রমে কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে কোন জাতীয় সংসদ সদস্যের আসন শূন্য হয় ?
=৯০দিন
২১। সংসদ গৃহীত কোন বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পাঠানো হলে তিনি কতদিনের মধ্যে সম্মতি দিবেন ?
= ১৫ । রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে  সংশোধনীর জন্য যদি সংসদে পাঠায়   এবং  ্আবার সংসদে গৃহীত হওয়ার ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দিবেন

No comments:

Post a Comment