eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Saturday, August 5, 2017

রবি ঠাকুরের উপন্যাস সমগ্র


#গল্পে গল্পে মনে রাখুন <রবীন্দ্র উপন্যাসসমূহ> :
<রাজর্ষি> তার <দুই বোন> কে নিয়ে প্রায়ই <বৌঠাকুরানীর হাট> এ বেড়াতে যেত । <গোরা> ছিল রাজর্ষির বন্ধু । সে রাজর্ষির ঐ দুই বোনের সাথে <ঘরে বাইরে> <যোগাযোগ> রাখত। এই নিয়ে সমাজের লোক চতুর্দিকে রঙ্গ (<চতুরঙ্গ>) করতে থাকে॥ একদিন গোরার নৌকা তীরে এসে ডুবে গেল (<নৌকাডুবি> কারণ গোরা ঐ দুই বোনের এক বোনকে <শেষের কবিতা> কিনে উপহার দিয়েছিল । এ ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় ঐ দুই বোন একে অপরের <চোখের বালি> হয়ে যায় । অবশেষে গোরা <মালঞ্চ> ও <করুণা>কে নিয়ে নতুন অধ্যায় <চার অধ্যায়> শুরু হয়॥
.
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
¤ রবীন্দ্রনাথ এর সার্থক উপন্যাস 12টি
¤রবীন্দ্রনাথের রচিত প্রথম উপন্যাস _করুণা
¤গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস - বৌঠাকুরানীর হাট (ঐতিহাসিক উপন্যাস -1883)
¤রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস -চোখের বালি (1903)
¤রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ এবং মহাকাব্যধর্মী উপন্যাস- গোরা ।
¤হিন্দিতে অনূদিত প্রথম উপন্যাস -রাজরষ ।
¤রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস-3টি। (গোরা,ঘরে বাইরে ও চার অধ্যায়)
¤"ঘরে বাইরে"-স্বদেশী আন্দোলন এর পটভূমিতে রচিত।
¤"শেষের কবিতা"-রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
¤সামাজিক উপন্যাস-চোখের বালি, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ ।
¤চার অধ্যায়_ব্রিটিশ কারাগারে বন্দিদের উদ্দেশ্যে রচিত ।

No comments:

Post a Comment