#গল্পে গল্পে মনে রাখুন <রবীন্দ্র উপন্যাসসমূহ> :
<রাজর্ষি> তার <দুই বোন> কে নিয়ে প্রায়ই <বৌঠাকুরানীর হাট> এ বেড়াতে যেত । <গোরা> ছিল রাজর্ষির বন্ধু । সে রাজর্ষির ঐ দুই বোনের সাথে <ঘরে বাইরে> <যোগাযোগ> রাখত। এই নিয়ে সমাজের লোক চতুর্দিকে রঙ্গ (<চতুরঙ্গ>) করতে থাকে॥ একদিন গোরার নৌকা তীরে এসে ডুবে গেল (<নৌকাডুবি> কারণ গোরা ঐ দুই বোনের এক বোনকে <শেষের কবিতা> কিনে উপহার দিয়েছিল । এ ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় ঐ দুই বোন একে অপরের <চোখের বালি> হয়ে যায় । অবশেষে গোরা <মালঞ্চ> ও <করুণা>কে নিয়ে নতুন অধ্যায় <চার অধ্যায়> শুরু হয়॥
.
একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
¤ রবীন্দ্রনাথ এর সার্থক উপন্যাস 12টি
¤রবীন্দ্রনাথের রচিত প্রথম উপন্যাস _করুণা
¤গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস - বৌঠাকুরানীর হাট (ঐতিহাসিক উপন্যাস -1883)
¤রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস -চোখের বালি (1903)
¤রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ এবং মহাকাব্যধর্মী উপন্যাস- গোরা ।
¤হিন্দিতে অনূদিত প্রথম উপন্যাস -রাজরষ ।
¤রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস-3টি। (গোরা,ঘরে বাইরে ও চার অধ্যায়)
¤"ঘরে বাইরে"-স্বদেশী আন্দোলন এর পটভূমিতে রচিত।
¤"শেষের কবিতা"-রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
¤সামাজিক উপন্যাস-চোখের বালি, নৌকাডুবি, দুই বোন, যোগাযোগ ।
¤চার অধ্যায়_ব্রিটিশ কারাগারে বন্দিদের উদ্দেশ্যে রচিত ।
Saturday, August 5, 2017
রবি ঠাকুরের উপন্যাস সমগ্র
About ebongbd
"ALL ABOUT THINGS FOR EASY LIFE"
THIS IS A WEBSITE ABOUT SOLUTION OF OUR DAILY PROBLEMS. YOU CAN GET HERE ALL PROBLEM'S SOLUTION.
বাংলা ব্যাকরণ ও সাহিত্য
Labels:
বাংলা ব্যাকরণ ও সাহিত্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment