১। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থটির রচয়িতা
= ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২। সনেটের প্রবর্তক
= মাইকেল মধুসূদন দত্ত
৩। চর্যাপদ আবিষ্কৃত হয়
= ১৯০৭
৪। পায়ের আওয়াজ পাওয়া যায়
= কাব্যনাট্য
৫। বাংলা গদ্যের জনক
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬। তাসের দেশ অর্থ
= ক্ষণস্থায়ী
৭। কমা র বাংলা কি
= পাদচ্ছেদ
৮। নিত্য সমাস
= অন্য গৃহ
৯। অগ্নির সমার্থক নয়
= দ্যুতি
১০। কোনটি তৎসম শব্দ
= কিংবদন্তী
১১। স্বরবণের সংক্ষিপ্তরুপকে বলে
= কার
১২ । ইংরেজি শব্দটি
= পর্তুগীজ
১৩। উৎপত্তি অনুসারে শব্দ
= ৫
১৪। সংস্কৃত উপসর্গ
= ২০
১৫। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন কে ?
=ন্যাথানিয়েল ব্রাসিহ্যালহেড
১৬। তামার বিষ অর্থ কী ?
= অর্থের কুপ্রভাব
১৭। উপকণ্ঠের ব্যাসবাক্য
= কণ্ঠের সমীপে
১৮ । দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদ
= দুঃ + যোগ
১৯। শরীর > শরীর কোন ধরণের পরির্তন ?
= বিষমীভবন
২০ । ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্ব
২১ । দীপ্যমান এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট.দিপ + শানচ
২২। শুদ্ধবানান
= দূষণীয়
২৩। ধুমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
= কাজী নজরুল
২৪। উদ্যম বিহনে কার পুরে মনোরথ - বাক্যে উদ্যম বিহনে কোন কারক ?
= কর্তৃকারকে ৭মী ( তার বিহনে কেমনে বল থাকি!! )
২৫। বীর সন্তান প্রসব করে যে নারী
= বীরপ্রসূ
No comments:
Post a Comment