eBongBD.com

"All about things for easy life"
This is a website about solution of our daily problems. You can get here all Problem's solution.

Breaking

পড়ার টেবিলে বসার পূর্বে ১০ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয়।

Sunday, August 27, 2017

আজকের নিবন্ধন পরীক্ষা ( কলেজ সমপর্যায় ) বাংলা অংশের সমাধান :


১। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থটির রচয়িতা 
= ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২। সনেটের প্রবর্তক
= মাইকেল মধুসূদন দত্ত
৩। চর্যাপদ আবিষ্কৃত হয়
= ১৯০৭
৪। পায়ের আওয়াজ পাওয়া যায়
= কাব্যনাট্য
৫। বাংলা গদ্যের জনক
= ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬। তাসের দেশ অর্থ
= ক্ষণস্থায়ী
৭। কমা র বাংলা কি
= পাদচ্ছেদ
৮। নিত্য সমাস
= অন্য গৃহ
৯। অগ্নির সমার্থক নয়
= দ্যুতি
১০। কোনটি তৎসম শব্দ
= কিংবদন্তী
১১। স্বরবণের সংক্ষিপ্তরুপকে  বলে
= কার
১২ । ইংরেজি শব্দটি
= পর্তুগীজ
১৩। উৎপত্তি অনুসারে শব্দ
= ৫
১৪। সংস্কৃত উপসর্গ
= ২০
১৫। প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন কে ?
=ন্যাথানিয়েল ব্রাসিহ্যালহেড
১৬। তামার বিষ অর্থ কী ?
= অর্থের কুপ্রভাব
১৭। উপকণ্ঠের ব্যাসবাক্য
= কণ্ঠের সমীপে
১৮ । দুর্যোগ  এর সন্ধি বিচ্ছেদ
= দুঃ + যোগ
১৯। শরীর > শরীর কোন ধরণের পরির্তন ?
= বিষমীভবন
২০ । ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
= রুপতত্ত্ব
২১ । দীপ্যমান এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট.দিপ + শানচ
২২। শুদ্ধবানান
= দূষণীয়
২৩। ধুমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
= কাজী নজরুল
২৪। উদ্যম বিহনে কার পুরে মনোরথ - বাক্যে উদ্যম বিহনে কোন কারক ?
= কর্তৃকারকে  ৭মী ( তার বিহনে কেমনে বল থাকি!! )
২৫। বীর সন্তান প্রসব করে যে নারী
= বীরপ্রসূ

No comments:

Post a Comment